promotional_ad

সিলেটের সবুজ গালিচায় ক্যারিবীয় ব্যাটারদের দাপট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। আগে ব্যাটিংয়ে নেমে তারা ২ উইকেটে ২২০ রান তুলেছে। শেষ সেশনের ২২ ওভার ভেস্তে গেছে বৃষ্টিতে ফলে প্রথম দিনই রানের পাহাড় গড়ার সুযোগ হারিয়েছে সফরকারীরা।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাটিং নেন ক্যারিবিয়ান অধিনায়ক জশুয়া দা সিলভা। উইকেট ছিল গাঢ় সবুজ। অনেকেই হয়তো ভেবেছিলেন এই উইকেটে রাজত্ব করবেন পেসাররা। তবে কার্যত প্রথম দিন তারা ব্যর্থ হয়েছেন।


promotional_ad

দিনের সাফল্য বলতে পার্ট টাইমার সাইফ হাসান ও মুশফিক হাসানের উইকেট। এদিন ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ 'এ' দলকে শুরু থেকেই ভুগিয়েছে ক্যারিবীয়দের ওপেনিং জুটি। শুরুর দিকে কিছুটা দেখেশুনে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলে খেলেছেন দুই ওপেনার কার্ক ম্যাকেঞ্জি ও তেজনারায়ন চন্দরপল। 


চন্দরপলের চেয়ে তুলনামূলক বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেছেন ম্যাকেঞ্জি। দুই ওপেনারের দৃঢ়তায় বিনা উইকেটে ৭৪ রান নিয়ে লাঞ্চে যায় ক্যারিবিয়ানরা। শুরুতে ২৮ বলে খেলে দুই অঙ্কে পৌঁছালেও শেষ পর্যন্ত ১১ চার ও ১ ছক্কায় ১২৪ বলে ৮৬ রান করে আউট হন ম্যাকেঞ্জি।


তিন নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছেন রেমন রিফার। বাংলাদেশ 'এ' দলের পেসার রেজাউর রহমান রাজাকে তিনটি চার মেরে ইনিংস শুরু করেন এই ক্যারিবীয় ব্যাটার। শেষ পর্যন্ত মুশফিকের বলে খোঁচা মেরে ২৬ রানেই ফিরে যান তিনি।


এরপর ক্যারিবীয়দের আর কোনো বিপদ হতে দেননি চন্দরপল ও আলিক আথানেজ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই দুই ব্যাটার মিলে আরও যোগ করেন ৬০ রান। ধৈর্যশীল ব্যাটিং করে চন্দরপল অপরাজিত আছেন ১৯০ বলে ৭০ রান করে।


তাকে দারুণ সঙ্গ দেয়া আথানেজ অপরাজিত ৩৫ রানে। বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক আফিফ হোসেন এদিন সাতজন বোলারকে দিয়ে বল করিয়েছেন। তবে ক্যারিবীয়দের জমাট ব্যাটিংয়ে কোনো বাঁধাই তৈরি করতে পারেননি তিনি। এরপর নিজের হাতে বল তুলে নিলেও আফিফ পাননি কোনো সাফল্য।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball