বাবরকে আমি কখনই গড়পড়তা বা টেলএন্ডার ব্যাটসম্যান বলিনি: আমির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোহলির বেঙ্গালুরুর হয়ে ২০২৬ আইপিএলে খেলতে চান আমির
৮ মার্চ ২৫
‘বাবর আজম অথবা ১০ নম্বরে ব্যাটিং করা টেইলএন্ডার আমার কাছে একই।’ এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন মোহাম্মদ আমির। যদিও পাকিস্তানের সাবেক এই বাঁহাতি এই পেসারের দাবি, তিনি নাকি এমন কিছু বলেননি। তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানান আমির।
জাতীয় দলের পাশাপাশি ঘরোয় ক্রিকেটেও একই দলের হয়ে খেলেছেন আমির ও বাবর। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি দলেরও ছিলেন তারা দুজন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে কয়েক মৌসুম একই সঙ্গে খেলেছেন তারকা এই দুই ক্রিকেটার। ২০২০ মৌসুমে করাচিকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তারা।
সেবার ১২ ম্যাচে ৫৯.১২ গড়ে ৪৭৩ রান করেছিলেন বাবর। বোলিংয়ে ৭.৬৩ ইকনোমি রেটে আমির নিয়েছিলেন ১০ উইকেট। তবে পরের দুই মৌসুমে ভালো করতে পারেনি করাচি। নতুন মৌসুম শুরুর আগে করাচি ছেড়ে পেশাওয়ার জালমিতে যোগ দেন বাবর। এরপরই বাবর ও টেলএন্ডারকে ঘিরে মন্তব্য করেছিলেন আমির। যদিও সাম্প্রতিক সাক্ষাৎকারে বাবরকে পাকিস্তানের সেরা ব্যাটার আখ্যা দিয়েছেন।

নিজের ইউটিউব চ্যানেলে আমির বলেন, ‘বিষয়টি যারা ভুলভাবে উপস্থাপন করেছে, প্রথমে আমি তাদের প্রশ্ন করতে চাই। আমার এমন একটা সাক্ষাৎকার দেখান, যেখানে আমি বাবরকে গড়পড়তা বা টেলএন্ডার বলেছি। আমি সব সাক্ষাৎকারেই তাকে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বলে এসেছি।’
‘১২ জন’ ব্যাটিং করেও হোয়াইটওয়াশ এড়াতে পারল না পাকিস্তান
৫ এপ্রিল ২৫
‘আমি নিজের মুখে অনেকবার অনেক জায়গায় বলেছি যে তার টেকনিকের কারণে তাকে ওয়ানডে বা টেস্টে বোলিং করা খুব কঠিন। তাহলে আমি কি তাকে টেলএন্ডার ব্যাটসম্যান বলতে পারি?’
পিএসএল চলাকালীন কি বলেছিলেন সেটার ব্যাখ্যাও দিয়েছেন আমির। সাবেক এই বাঁহাতি এই পেসার জানান, তিনি বোঝাতে চেয়েছিলেন শেষ ওভারে প্রতিপক্ষের ১২ রান প্রয়োজন এবং তাদের ৮ উইকেট পড়ে গেছে। এমন সময় বাবর কিংবা টেলএন্ডার, তাদের সবার উইকেটই তার কাছে গুরুত্বপূর্ণ।
আমির বলেন, ‘আমি বলতে চেয়েছিলাম যে বাবর আজম হোক আর ১১ নম্বর ব্যাটসম্যানই হোক, আমার কাছে উইকেট নেওয়াটাই গুরুত্বপূর্ণ। কারণ, উইকেট নিলে দলের লাভ। এই ধরুন শেষ ২ ওভারে প্রতিপক্ষের জয়ের জন্য ১২ রান লাগবে, তাদের ৮ উইকেট পড়ে গেছে।’
‘এই সময়ে তো টেলএন্ডাররাই ক্রিজে থাকে, তাই না? তাই তাদের আউট করাও সমান গুরুত্বপূর্ণ। আমি এটাই বলতে চেয়েছি। আমার কাছে সব উইকেটই গুরুত্বপূর্ণ, হোক সেটা বাবর আজমের অথবা টেলএন্ডারদের।’