promotional_ad

আম্পায়ারের দিকে তেড়ে গিয়ে জরিমানা গুনলেন ক্লাসেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই ক্লাসেন

৭ এপ্রিল ২৫
ফাইল ছবি

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ শেষে শাস্তির মুখোমুখি হতে হলো হেনরিখ ক্লাসেন এবং অমিত মিশ্রকে। পৃথক পৃথক দুটি ঘটনার কারণে হেনরিখকে আর্থিক জরিমানা ও মিশ্রকে মৌখিক সতর্কবার্তা দেয়া হয়েছে।


হায়দরাবাদের ইনিংস চলার সময় থার্ড আম্পায়ার একটি 'নো বল' বাতিল করেছেন। ম্যাচের ১৯তম ওভারে আবেশ খান স্ট্রাইকে থাকা আবদুল সামাদের কোমরের উপরে একটি বল করে বসেন। আম্পায়ার সেটাকে নো বল দেন। সিদ্ধান্তে সন্তুষ্ট না হওয়ায় লক্ষ্ণৌ তা নিয়ে রিভিউ করে।


promotional_ad

রিপ্লে-তে স্পষ্ট দেখা যায় বল কোমরের অনেকটা উপর দিয়ে যাচ্ছে। তাও সেই নো বল বাতিল করে দেন আম্পায়ার। থার্ড আম্পায়ারের সিদ্??ান্তে প্রকাশ্যেই চলে আসে ক্লাসেনের ক্ষোভ। মাঠের আম্পায়ারদের দিকে তেড়ে যান তিনি।


পরে সাক্ষাৎকারের সময়ও তিনি আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। জানিয়ে দেন, আম্পায়ারদের আরও ধারাবাহিক হওয়া উচিত। এ ছাড়া দর্শকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রকাশ্যে এভাবে আম্পায়ারের সমালোচনা করার জন্যই তার ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করে সংশ্লিষ্টরা।


একই ইনিংসের নবম ওভারে অখ্যাত আনমোলপ্রীত সিং ছক্কা হাঁকিয়ে দেন মিশ্রকে। পরেই অবশ্য আনমোলকে আউট করে দেন মিশ্র। আউট করার পর তরুণ এই ব্যাটারের দিকে অঙ্গভঙ্গিও করেন তিনি। যার জেরে তাকে সতর্ক করেছেন ম্যাচ রেফারি। এরপর এরকম হলে আরও বড় শাস্তি পেতে হবে মিশ্রকে।


এই ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৮২ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ১৯.২ ওভারে সাত উইকেট হাতে রেখে লক্ষ্য তাড়া করে লক্ষ্ণৌ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball