‘ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ক্রিকেটাররা বার্ষিক চুক্তিতে যাবে না, এমনটা ভাবা বোকামি’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কয়েক সপ্তাহ সময় চাইলেন ম্যাককালাম
২ মার্চ ২৫
পুরো বছরের মালিকানা পেতে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বাৎসরিক চুক্তির প্রস্তাব দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটাররা এমন প্রস্তাব লুফে নেবেন কিনা তা নিয়ে বেশ আলোচনা চলছে। ব্রেন্ডন ম্যাককালাম মনে করেন, ক্রিকেটাররা বার্ষিক চুক্তিতে যাবে না এমনটা ভাবা বোকামি।
এক যুগের উত্থানে বিশ্বজুড়ে জনপ্রিয়তা কেড়েছে ফ্র্যাঞ্চােইজি ক্রিকেট। দর্শকরা বুদ হয়ে পড়ায় কখনও কখনও ছাড়িয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটকেও। ফ্র্যাঞ্চাইজি লিগের মাঝে সবচেয়ে বেশি দাপট আইপিএলের। অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা কামানোর সুযোগ। সব মিলিয়ে তারকা ক্রিকেটাররাও সায় দিচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে।

কদিন আগে ক্রিকইনফো জানিয়েছে, বেশ কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের বাৎসরিক চুক্তির প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবে রাজি হলেও ক্রিকেটারের সব মালিকানা থাকবে ফ্র্যাঞ্চাইজির হাতে। তখন চাইলেই দেশের হয়ে খেলতে পারবেন না ক্রিকেটাররা। সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে অনুমতি নিতে হবে তাদের।
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
বার্ষিক চুক্তির ক্ষেত্রে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নজর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের দিকে। ডেইলি মেইল জানিয়েছে, ইতোমধ্যে ইংল্যান্ডের পেসার জফরা আর্চার এবং ওপেনার অ্যালেক্স হেলসকে প্রস্তাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা।
এমন চুক্তিতে সম্মত হলে বছরান্তর মোটা অঙ্কের টাকা পাবেন ক্রিকেটাররা। অল্প সময়ে এত বেশি টাকা আয়ের সুযোগ কেউই হাত ছাড়া করতে চাইবেন না বলে মনে করেন ম্যাককালাম। ইংল্যান্ডের প্রধান কোচ জানান, ক্রিকেটারদের জাতীয় দলে খেলাতে হলে তাদের সঙ্গে এবং লিগের সঙ্গে বোর্ডগুলোর কাজ করতে হবে।
এসইএনজেড রেডিওর সঙ্গে আলাপকালে ম্যাককালাম বলেন, ‘সবশেষ কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটের চারপাশটা বদলে গেছে। ক্রিকেটাররা অল্প পরিশ্রমে বেশি টাকা আয়ের জন্য টি-টোয়েন্টি লিগের সঙ্গে চুক্তি করবে না কারণ তাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলা উচিত। এমনটা ভাবা একেবারে বোকামি।’
‘এই দিনগুলো দ্রুতই শেষ হতে চলেছে। সবকিছু অনেকটা বদলে গেছে, আপনাকে নরম হতে হবে। আপনাকে যা করতে হবে তা হলো আপনার খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে হবে, লিগের সঙ্গে কাজ করতে হবে এবং আদর্শগতভাবে চেষ্টা করতে হবে যাতে ক্রিকেটাররা আপনার প্রস্তাব মেনে নেয়। কারণ আপনি সবসময় আপনার সেরা ক্রিকেটারদের খেলাতে চান।’