promotional_ad

মুম্বাইয়ের সামনে ২২০ রানের লক্ষ্যও নিরাপদ নয়, বলছেন ডু প্লেসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দিল্লির সহ-অধিনায়কের দায়িত্বে ডু প্লেসি

১৭ মার্চ ২৫
বেঙ্গালুরুর জার্সিতে ফাফ ডু প্লেসি

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৯৯ রান করেও হারতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ম্যাচ হারের পর যারপরনাই হতাশ ফাফ ডু প্লেসি। দলটির অধিনায়কের মতে, শেষ পাঁচ ওভারে ঠিকমতো রান তুলতে পারেনি বেঙ্গালুরু।


এই ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বেঙ্গালুরুর। তারা দলীয় ২ রানেই হারায় বিরাট কোহলির উইকেট। তিনি মাত্র ১ রান করে ফিরে যান জেসন বেহরেন্ড্রফের শিকার হয়ে। এই অজি পেসার পরের ওভারে এসে অনুজ রাওয়াতকেও সাজঘরে ফেরান।


promotional_ad

তৃতীয় উইকেটে ফাফ ডু প্লেসির সঙ্গে জুটি বাধেন গ্লেন ম্যাক্সওয়েল। এই দুজনে মুম্বাইয়ের বোলারদের ওপর রীতিমতো ঝড় তোলেন। এই দুজনে তৃতীয় উইকেটে যোগ করেন ১২০ রান। ম্যাক্সওয়েল চার-ছক্কার ফুলঝুরিতে ৩৩ বলে ৬৮ রান করে আউট হন।


আরো পড়ুন

১১ জনের মৃত্যুতে বেঙ্গালুরুর দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি

২ জুলাই ২৫
শিরোপা উদযাপনে ব্যস্ত কোহলিরা, ফাইল ফটো

১৪.১ ওভারে দলীয় ১৪৬ রানে ফিরে ফিরে যান ডু প্লেসি। তার ব্যাটে আসে ৪১ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস। শেষদিকে দীনেশ কার্তিক ১৮ বলে ৩০, কেদার যাদব ১০ বলে ১২ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ৮ বলে ১২ রান করে বেঙ্গালুরুর বড় সংগ্রহ নিশ্চিত করেন। তবুও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না বলে মন্তব্য করেন ডু প্লেসি।


তিনি বলেন, 'অন্তত ২০ রান কম করেছি আমরা। উইকেট বিবেচনা করে যদি বলি, ২২০ এর নিচে মুম্বাইয়ের বিপক্ষে কোনো লক্ষ্য দিয়ে জিতে যাওয়া কঠিন। তারা খুব ভালো চেজিং টিম এবং তাদের ব্যাটিং লাইন-আপ অনেক গভীর।'


'আমরা খুবই হতাশ। আমার মনে হয় শেষ পাঁচ ওভার আমরা সেভাবে কাজে লাগাতে পারিনি। এমন উইকেটে আগ্রাসী হওয়ার সুযোগ থাকেই, যেটা আমরা হতে পারিনি। তাই শেষ পাঁচ ওভার নিয়ে আমি খুবই হতাশ।'


বড় লক্ষ্যে খেলতে নেমে ইশান কিশানের ২১ বলে ৪২, সূর্যকুমার যাদবের ৩৫ বলে ৮৩ এবং নেহাল ওয়াধেরার ৩৪ বলে ৫২ রানের ইনিংসে সেটা তাড়া করে মুম্বাই। মাত্র ১৬.৩ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball