promotional_ad

বড় জুটি হলে আমাদের রানও ২৯০-৩০০ হতো: শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অধিনায়ক হিসেবে বড় কিছু অর্জনের লক্ষ্য লিটনের

১২ মে ২৫
সংবাদ সম্মেলনে লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের ব্যাটাররা থিতু হয়েছেন তবে ইনিংস বড় করতে পারেননি। মুশফিকুর রহিম ছাড়া বাকি ব্যাটারদের গল্পগুলো এমনই। ব্যাটাররা তেমন বড় কোনো জুটিও গড়ে তুলতে পারেননি। যার ফলে ৫০ ওভার ব্যাটিং করেও বাংলাদেশকে থামতে হয়েছে ২৪৬ রানে। নাজমুল হোসেন শান্ত মনে করেন বড় জুটি হলে বাংলাদেশের পুঁজি ২৯০-৩০০ হতো।


প্রথম ওভারেই লিটন দাসকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন জশুয়া লিটল। যার ফলে তামিম ইকবালের সঙ্গে লিটনকে জুটি গড়ার সুযোগই দেননি বাঁহাতি এই পেসার। জমেনি তামিম ও শান্তর জুটিও। চারে নামা সাকিব আল হাসানকে নিয়ে প্রতিরোধ গড়লেও শান্তর সঙ্গে জুটি ভেঙেছে ৩৭ রানে।


এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে অবশ্য খানিকটা দিশা খুঁজে পান শান্ত। তবে বাঁহাতি এই ব্যাটারের বিদায়ে ভাঙে হৃদয়ের সঙ্গে তার ৫০ রানের জুটি। ম্যাচের সবচেয়ে বড় জুটিটা এসেছে মুুশফিকুর রহিম ??? মেহেদি হাসান মিরাজের কল্যাণে। তারা দুজনে মিলে যোগ করেন ৬৭ রান।


promotional_ad

মিরাজকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন জর্জ ডকরেল। বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হলেও ম্যাচে বড় জুটি গড়তে না পারার আক্ষেপ করেছেন শান্ত। বাঁহাতি এই পেসার জানান, তারা আগে থেকেই জানতেন চেমসফোর্ডে ২৯০-৩০০ রান হয়। তবে খেলার সময় সেটা মাথায় ছিল না বলে জানিয়েছেন তিনি।


আরো পড়ুন

তিন ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখল বাংলাদেশ

৪ ঘন্টা আগে
ম্যাচ শেষে আনুষ্ঠানিকতা সারছেন দুই দলের ক্রিকেটাররা, ফাইল ফটো

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘সাধারণত এখানে ২৯০-৩০০ এমন রান হয়। আমরা যখন খেলাটা শুরু করেছি তখন এটা মাথায় নিয়ে শুরু করিনি। আমরা উইকেটটা বোঝার চেষ্টা করেছি। ওইভাবে খেলার চিন্তা করেছি। যদিও আমাদের বড় কোনো জুটি হয়নি। যদি হতো তাহলে আমরা ওইরকম স্কোর করতে পারতাম।’


টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব নেয়ার কথা জানিয়ে শান্ত বলেন, ‘আমরা যদি আজকের ম্যাচের কথা চিন্তা করি। ছোট ছোট জুটির পর আমরা যে উইকেটগুলো হারিয়েছি এটা যদি না হতো নাহলে এরকম পরিস্থিতি হতো না। কিন্তু আমার কাছে মনে হয় যে দলটাই ছিল। উপরের ব্যাটসম্যানরা যদি আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করত তাহলে মনে হয় এরকম পরিস্থিতি তৈরি হতো না।’


সিরিজ শুরুর আগে তামিম জানিয়েছিলেন সাত নম্বর পজিশনের জন্য তাদের হাতে ২-৩ জন ক্রিকেটার আছেন। মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী রাব্বিদের সঙ্গে সেই তালিকায় আছেন মিরাজও। সেটা পরিলক্ষিত হয়েছে আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। যেখানে সাত নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে ডানহাতি এই ব্যাটারকে।


নিজের প্রথম পরীক্ষায় ২৭ রান করেছেন মিরাজ। পুরো সিরিজে নিজের সক্ষমতার প্রমাণ রাখতে পারলে বিশ্বকাপে সাত নম্বরে দেখা যেতে পারে তাকে। মিরাজকে সাতে খেলানোকে নতুন অভিজ্ঞতা বলছেন শান্ত। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় এটা আমাদের কাছে নতুন একটি অভিজ্ঞতা। মিরাজ খুব ভালো অবস্থায় আছে ব্যাটিংয়ে।’


‘আমরা যদি অতীতের কিছু ম্যাচ দেখি খুব ভালো ভালো জায়গা থেকে সে আমাদের জিতিয়েছে। আমরা মিরাজকে এভাবে দেখছি না যে সে মোটামুটি ব্যাটিং করতে পারে। সেটা আমরা চিন্তাই করছি না। সে একজন প্রোপার ব্যাটসম্যান। সে ভালো অবস্থায় আছে। কিন্তু এটা একটু নতুন অভিজ্ঞতা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball