শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শান্ত-তানজিদের উইকেটকে ‘টার্নিং পয়েন্ট’ বলছেন হাসারাঙ্গা
৩ জুলাই ২৫
কদিন আগেই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। আগামী জুন-জুলাইয়ে তারা আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে চলেছে। আসন্ন এই সিরিজে তিনটি ওয়ানডে খেলবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
মঙ্গলবার সিরিজের সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সবকিছু ঠিক থাকলে ২৯ মে শ্রীলঙ্কায় পা রাখবে আফগানিস্তান দল। সিরিজের প্রথম ওয়ানডে হবে ২ জুন। এরপর বাকি দুই ওয়ানডে হবে ৪ ও ৭ জুন। সিরিজের সবগুলো ম্যাচই হবে হাম্বানটোটায়।
আফগানিস্তান সর্বশেষ শ্রীলঙ্কা সফর করেছে ২০২২ সালের নভেম্বরে। সিরিজটি দুর্দান্ত কাটিয়েছিল আফগানরা। প্রথম ওয়ানডেতেই স্বাগতিকদের হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

শেষ ম্যাচটি ৪ উইকেটে জিতে সিরিজ সমতায় শেষ করে শ্রীলঙ্কা। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী মাঠ হাম্বানটোটায়। এই মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজ হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে।
ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে রশিদ-আজমতউল্লাহ
১২ জুন ২৫
সিরিজ সূচি-
প্রথম ওয়ানডে - ২ জুন
দ্বিতীয় ওয়ানডে - ৪ জুন
তৃতীয় ওয়ানডে - ৭ জুন