মুম্বাই ইন্ডিয়ান্সে আর্চারের বদলি জর্ডান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলা হচ্ছে না জোফরা আর্চারের। এবার তার বদলি ঘোষণা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর্চার রিহ্যাব সম্পন্ন করতে ইংল্যান্ডে ফেরায় আসরের বাকি সময়টায় মুম্বাইতে খেলবেন তারই জাতীয় দলের সতীর্থ ক্রিস জর্ডান।
গত ৩০ এপ্রিলই অবশ্য মুম্বাইতে যোগ দেন জর্ডান। যদিও সেই সময় মুম্বাই জানায়নি, ঠিক কার বদলে এই পেসারকে দলে নিয়েছে তারা। আজ (৯ মে) বিবৃতি দিয়ে দলটি জানিয়েছে, আর্চারের বদলেই মুম্বাইতে খেলবেন জর্ডান।

২০১৬ সালে আইপিএল অভিষেক হয় জর্ডানের। মিলিয়ন ডলারের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৮টি ম্যাচ খেলেছেন এই পেসার। ডেথ বোলার হিসেবে পরিচিত জর্ডানের উইকেট সংখ্যা ২৭টি। যদিও ইকোনমি রেট কিছুটা বেশি (৯.৩২)।
এখন পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলেছেন জর্ডান। গত আসরে তিনি সর্বশেষ খেলেছেন চেন্নাইয়ের হয়ে। সেই আসরে চার ম্যাচ খেলে মাত্র ২ উইকেট নিয়েছিলেন। এরপর আর সুযোগ দেয়া হয়নি তাকে
জাতীয় দলের পারফরম্যান্স অবশ্য বেশ ভালো জর্ডানের। ইংল্যান্ডের হয়ে ৮৭টি টি-টোয়েন্টিতে ৯৬টি উইকেট নিয়েছেন তিনি। নিলামের ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে পাঁচ বারের শিরোপাজয়ী মুম্বাইতে খেলবেন এই পেসার।
জর্ডান সর্বশেষ আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের হয়ে খেলেছেন, চ্যাম্পিয়নও হয়েছে। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন এই পেসার। ১০ ইনিংসে ২০ উইকেট নিয়েছিলেন তিনি। গত মার্চে তিনি বাংলাদেশের বিপক্ষেও খেলেছেন টি-টোয়েন্টিতে।