রাসেলের এমন ইনিংসের অপেক্ষাতেই ছিলেন নীতিশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
২২ এপ্রিল ২৫
অবশেষে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জেতালেন আন্দ্রে রাসেল। তার ঝড়ো ইনিংসে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৮০ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতল কলকাতা। লবা সময় পর এমন ইনিংস খেলে দল জিতিয়েছেন রাসেল। আইপিএলের এবারের আসরে এবারই এমন ম্যাচজয়ী ইনিংস দেখা গেছে তার ব্যাটে। ম্যাচ শেষে নীতিশ রানা জানালেন, এই ইনিংসের অপেক্ষাতেই ছিলেন তিনি।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.৪ ওভারে ১১৫ রানের মধ্যে তিন উইকেট হারায় কলকাতা। নীতিশের ব্যাটে যদিও এগিয়ে যাচ্ছিল দলটি, তবে জয় থেকে বেশ দূরেই ছিল। আর তখন উইকেটে নেমেই ঝড় তোলেন রাসেল।

২৩ বলে তিনটি চার এবং তিনটি ছক্কায় ৪২ রানের ইনিংস খেলেন এই ওয়েস্ট ইন্ডিয়ান। শেষ ওভারে দুই বলে যখন দুই রান লাগত, তখন রানআউট হন রাসেল। পরে শেষ বলে চার মেরে কলকাতার প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখেন রিঙ্কু সিং।
আইপিএলে এর আগ পর্যন্ত খেলা ১০ ইনিংসে রাসেলের রান যথাক্রমে ৩৫, ০, ১, ৩, ২১*, ৩৮*, ৯, ১, ৩৪ এবং ২৪। মোট আট ইনিংসে বল হাতে ৭টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।
নীতিশ বলেন, 'দশটি ম্যাচ চলে গেছে। আমরা প্রত্যেকেই রাসেলের এমন ইনিংসের অপেক্ষায় ছিলাম। সে এরকম একটা ইনিংস খেলা থেকেই শুধু দূরে ছিল। আমি শুরু থেকেই তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করি। তাকে বলি, 'তুমি আগেও আমাদের অনেক জিতিয়েছো। শতভাগ নিশ্চিত, এবারও তুমি আমাদের একটি ম্যাচে জেতাবে।''
'আমি যখন ব্যাটিং করছিলাম, তখন একপাশ আগলে রাখাই ছিল মূল কাজ। ভেঙ্কির হালকা ইনজুরি সমস্যা ছিল। তাই আমরা মিলেমিশে অন্তত একটি বড় ওভারের খোঁজ করছিলাম। উইকেট থেকে আমরা সাহায্য পেয়েছি। আমাদের বোলাররা অবশ্য শেষদিকে বাজে বল করেছে। আমি কিছুটা রেগে ছিলাম। কেননা এটা ১৬০-৬৫ রানের উইকেট না।'
ম্যাচটিতে ৩৮ বলে ৫১ রান করেন নীতিশ। শেষদিকে ১০ বলে ২১ রানের ক্যামিও খেলেন রিঙ্কু। এর আগে শিখর ধাওয়ানের ৪৭ বলে ৫৭ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭৯ রান তোলে পাঞ্জাব।