promotional_ad

‘থ্যাংকসলেস’ পজিশনে ২৫ রানও ফিফটির সমান

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দেশে ফিরেই মিরপুরে তামিম

১২ এপ্রিল ২৫
ফাইল ছবি

টি-টোয়েন্টি ক্রিকেটে সাত নম্বর ব্যাটিং পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে দাঁড়িয়ে প্রতিপক্ষের মনোবল ভেঙে দেয়ার সঙ্গে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেবেন ফিনিশাররা। ক্রিকেটের আধুনিকায়নের ফলে টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও গুরুত্ব বেড়েছে তাদের। বাংলাদেশে অবশ্য এমন কিছুর অভাব অনেকদিন ধরেই। টি-টোয়েন্টি হোক কিংবা ওয়ানডে কোথাও দেখা নেই পরিপূর্ণ ফিনিশারের।


লম্বা সময় ধরেই এমন একজন ব্যাটারের খোঁজে বাংলাদেশ যারা কিনা বুদ্ধিমত্তা আর হিটিং অ্যাবিলিটি দিয়ে নজর কাড়বেন। চার-ছক্কার বন্যায় ভাসিয়ে পুরো ম্যাচ নিজেদের করে নেবেন। নাসির হোসেন থেকে শুরু করে আফিফ হোসেন ধ্রুব, এর আগে ফিনিশিংয়ের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন নাঈম ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ সাইফদ্দিন। তবে কেউই আস্থার প্রতিদান দিতে পারেননি।


promotional_ad

মাহমুদউল্লাহ রিয়াদ বেশ কয়েক বছর সার্ভিস দিয়েছেন। তবে সবশেষ কবছরে তার স্ট্রাইক রেট পেছনে ফেলে দিয়েছে তাকে। এমনকি জাতীয় দল থেকে বাদও পড়তে হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে। যার ফলে বিশ্বকাপের মাস পাঁচেক আগেও হন্য হয়ে খুঁজতে হচ্ছে একজন পরিপূর্ণ ফিনিশার। ওয়ানডে বিশ্বকাপে কাকে খেলানো হবে সেটা এখনও নিশ্চিত নন তামিম ইকবাল।


আরো পড়ুন

দ্বিতীয় টেস্টের দলে ২ পরিবর্তন, ডাক পেলেন বিজয়

১০ ঘন্টা আগে
সাদা পোশাকে এনামুল হক বিজয়, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, সাত নম্বর পজিশনের জন্য তাদের হাতে ২-৩ জন ক্রিকেটার আছেন। যে তালিকায় মাহমুদউল্লাহর সঙ্গে আছেন ইয়াসির আলী রাব্বি ও আফিফ। আয়ারল্যান্ড সফরে বাজিয়ে দেখা হতে পারে মেহেদি হাসান মিরাজকেও। যে ভালো করবেন তাকেই নিয়ে যাওয়া হবে বিশ্বকাপে। এদিকে সাত নম্বর ব্যাটারদের নিয়ে বাস্তবতার কথাও শুনিয়েছেন তামিম।


বাঁহাতি এই ওপেনার মনে করেন, সাত নম্বর পজিশনটা সবচেয়ে থ্যাংকসলেস পজিশন। সেটার ব্যাখ্যা করতে গিয়ে তামিম জানান, এই পজিশনে ২৫ রান করার তিনদিন পরই মানুষ বলতে শুরু করে সে ফর্মে নেই। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক অবশ্য জানান, সাত নম্বর পজিশনে ২৫ রান তার কাছে ফিফটির সমান।


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, ‘৭ নম্বর খুবই গুরুত্বপূর্ণ পজিশন। যেটা আপনাকে সাক্ষাৎকারের শুরুতে বললাম। কারণ মিরাজ দেখিয়েছে যে তার সক্ষমতা আছে। বিশেষ করে ভারত সিরিজে সে একাই আমাদের সিরিজ জিতিয়েছে। সেটাও ব্যাটিং দিয়ে। ওই সুবিধাটা আমরা পাই এই কারণে ৭ নম্বরে যদি খেলাতে পারি তাহলে আমরা একেজন বোলার বেশি খেলাতে পারব। এই কম্বিনেশনগুলাই লাস্ট সিরিজ, এই সিরিজ বা পরবর্তী সিরিজে দেখব। আপনার যখন ৬ জন বোলার থাকবে তখন আপনি অনেক কিছু করতে পারবেন।’


‘পাঁচটা বোলার থাকলে যেকোনো একদিন যদি কারও খারাপ যায় তখন আপনি অধিনায়ক ও দল হিসেবে বিপাকে পড়বেন। এই কম্বিনেশনগুলা আমরা দেখছি। ৭ নম্বর খুবই গুরুত্বপূর্ণ পজিশন আর আমি আগেও বলেছি এই পজিশনে খুব বেশি সাধুবাদ পায় না। ৭ নম্বরে কখনও কখনও ২৫ রান ফিফটির সমান। ২৫ রান করে কেউ যদি আউট হয়ে যায় তিনদিন পর আমরা বলি যে ওতো রান করছে না। এটা আসলে থ্যাংকসলেস পজিশন। আমার কাছে মনে হয় ওই পজিশনের জন্য আমাদের হাতে ২-৩ জন আছে। যে সেই জায়গার জন্য উপযুক্ত হবে আমরা তাকেই নেবো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball