বাবরের মতো আরও স্বার্থপর ক্রিকেটার চান আজমল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হেসন
২২ এপ্রিল ২৫
নিয়মিত পারফর্ম করেও সমালোচকদের রোষানলে পড়তে হয় বাবর আজমকে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ফর্মের তুঙ্গে আছেন বাবর। টানা দুটি হাফ সেঞ্চুরির পর চতুর্থ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তুলে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
সেই সঙ্গে নাম লিখিয়েছেন ৫ হাজার রানের মাইলফলকে সবচেয়ে দ্রুততম হিসেবে। দীর্ঘদিন ধরেই এই ফরম্যাটের শীর্ষ ব্যাটার বাবর। এরই মধ্যে দলকেও শীর্ষে তুলেছেন। তবুও অনেকে বাবরকে 'স্বার্থপর' ক্রিকেটার ডাকেন। সেই সঙ্গে তার স্ট্রাইক রেট নিয়েও সমালোচনা হয় প্রায়ই।

সেই সমালোচকদের এক হাত নিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমল। তিনি জানিয়েছেন, বাবর স্বার্থপর হলে তার মতো আরও ক্রিকেটার প্রয়োজন পাকিস্তান দলে। এমন ক্রিকেটার থাকলে অনেক রেকর্ড নিজেদের ঘরে তুলে নেয়া যায় বলে মন্তব্য করেছেন আজমল।
রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার
১৫ এপ্রিল ২৫তিনি বলেন, ‘বাবর দ্রুততম ৫ হাজার রান করেছে। সেই ম্যাচে সে (ওয়ানডে) ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি করেছে। বিরাট কোহলিকে ছাড়িয়ে সে গড়টা শীর্ষে (৫৯.৮৫) নিয়ে গেছে। সে খুবই দুর্দান্ত খেলেছে। তার প্রশংসায় কোনো শব্দই যথেষ্ট নয়।’
বাবরের মতো আরও ক্রিকেটার দলে চেয়ে আজমল মন্তব্য করেছেন, ‘মানুষ মাঝেমধ্যেই বলে যে সে স্বার্থপর খেলোয়াড়। দলে যদি তার মতো আরও তিন বা চারজন স্বার্থপর খেলোয়াড় থাকে, আমি সেটা খুশি মনেই মেনে নেব।’
একদিন আগেই বাবরকে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করেছিলেন পাকিস্তানের আরেক সাবেক রমিজ রাজা। তিনি মনে করেন ব্র্যাডম্যানের চেয়ে কোনো অংশে কম নন বাবর। তিনি বলেছিলেন, ‘বাবর আজম ডন ব্র্যাডম্যানের চেয়ে কম নয়। সাদা বলের ক্রিকেটে পরিসংখ্যানগত দিক থেকে সে বিশ্বের সেরা ক্রিকেটার। এমন ঝুঁকিপূর্ণ সংস্করণে এ ধরনের ধারাবাহিক খেলোয়াড় আমি আর দেখিনি।’