promotional_ad

সল্টের ঝড়ে উড়ে গেল বেঙ্গালুরু

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়

২২ এপ্রিল ২৫
বল হাতে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার, বিসিসিআই

এবারের আইপিএলে চার ইনিংসের তিনটিতেই এক অঙ্কের ঘরে আউট হয়েছিলেন ফিল সল্ট। যদিও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫৯ রানের ইনিংসটি তাকে দলে টিকিয়ে রেখেছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ত্রাতা হয়ে দাঁড়ালেন সেই সল্টই।


তার ৪৫ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংসে বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের তলানি থেকে এক ধাপ উপরে উঠেছে ডেভিড ওয়ার্নারের দল। ৮ পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা করে নেয়ার লড়াইয়েও টিকে থাকল দিল্লি। চার নম্বরে থাকা রাজস্থান রয়্যালসের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র ২।


promotional_ad

বেঙ্গালুরুর দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে স্বস্তির শুরু পায় দিল্লি। ওপেনিং জুটিতে ডেভিড ওয়ার্নার ও ফিল সল্ট মিলে তোলেন ৬০ রান। দিল্লির অধিনায়ক ওয়ার্নার ১৪ বলে ২২ রান করে আউট হয়েছেন। এরপর দিল্লির রান বাড়িয়েছেন সল্ট ও মিচেল মার্শ।


আরো পড়ুন

বাটলারের অপরাজিত ৯৭, গুজরাটের ৭ উইকেটের জয়

১৯ এপ্রিল ২৫
হাফ সেঞ্চুরির পর জস বাটলার

তারা দুজনে রীতিমতো বেঙ্গালুরুর বোলারদের তুলোধোনা করেছেন। মার্শ ফিরেছেন ১৭ বলে ২৬ রান করে। তৃতীয় উইকেটে তাদের ৫২ রানের ঝড়ো জুটিতেই হেসেখেলে জয় পেয়েছে দিল্লি। শেষদিকে সল্ট আউট হয়ে গেলেও দিল্লিকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রুশো। এই প্রোটিয়া ব্যাটার ২২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। অক্ষর প্যাটেলের ব্যাট থেকে এসেছে ৩ বলে ৮ রানের ইনিংস।


দিল্লির বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বেঙ্গালুরু। ব্যাট হাতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি। এই দুজনেই ওপেনিং জুটিতে তুলেছেন ৮২ রান। মিচেল মার্শের বলে অফ স্টাম্পের বাইরের শর্ট বল উড়িয়ে মারতে গিয়ে ডিপ পয়েন্টে ক্যাচ দেন অক্ষর প্যাটেলের হাতে।


পরের বলেই গ্ল্যান ম্যাক্সওয়েলকে শূন্য রানে ফিরিয়েছেন মার্শ। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে তিনি আউট হন। এরপর বেঙ্গালুরুর ইনিংস টানেন কোহলি ও মহিপাল লমরোর। কোহলি কিছুটা ধীর গতির হাফ সেঞ্চুরি তুলে আউট হন ৪৬ বলে ৫৫ রান করে।


এরপর দীনেশ কার্তিক ১১ রান করে ফিরলেও ২৯ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে বেঙ্গালুরুকে বড় সংগ্রহ এনে দিয়েছেন লমরোর। তার ইনিংস জুড়ে ছিল ৩টি ছক্কা ও ৬টি চারের মার। ৩ বলে ৮ রান করে অপরাজিত থেকেছেন অনুজ রাওয়াতও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball