চেন্নাইয়ের কাছে পাত্তাই পেল না মুম্বাই

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রোহিত-সূর্যকুমারের ঝড়ের সামনে চেন্নাইয়ের আরো একটি হার
২০ এপ্রিল ২৫
দীপক চাহার-তুষার দেশপাণ্ডের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই মুম্বাই ইন্ডিয়ান্সকে আটকে ধরে চেন্নাই সুপার কিংস। নেহাল ওদেরা ও সূর্য্যকুমার যাদব মিলে টেনে তোলার চেষ্টা করলেও ডেথ ওভারে মুম্বাইকে খুব বেশি রান তুলতে দেননি মাথিশা পাথিরানা। সহজ লক্ষ্য তাড়ায় চেন্নাইকে সহজ জয় এনে দিয়েছেন ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড় এবং শিভম দুবে। মুম্বাইকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো চেন্নাই।
জয়ের জন্য ১৪০ রান তাড়া করতে নেমে চেন্নাইকে বেশ ভালো শুরু এনে দেন রুতুরাজ এবং কনওয়ে। নিউজিল্যান্ডের বাঁহাতি ওপেনার খানিকটা দেখেশুনে খেললেও দ্রুত রান তুলছিলেন রুতুরাজ। প্রথম চার ওভারেই ৪৬ রান তোলে স্বাগতিকরা। তবে পঞ্চম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে রুতুরাজ ও কনওয়ের উদ্বোধনী জুটি ভাঙেন পীষুস চাওলা।

ডানহাতি এই লেগ স্পিনারের লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে টপ এজ হলে অনায়াসে ক্যাচ লুফে নেন ইশান কিশান। চারটি চার ও দুটি ছক্কায় ১৬ বলে ৩০ রান রুতুরাজ ফিরলে ভাঙে কনওয়ের সঙ্গে তার ৪৬ রানের জুটি। এরপর আজিঙ্কা রাহানেকে সঙ্গে নিয়ে চেন্নাইকে এগিয়ে নিয়ে যেতে থাকেন কনওয়ে। যদিও রাহানেকে ইনিংস বড় করতে দেননি চাওলা।
অভিজ্ঞ স্পিনারের গুগলি বুঝতে না পেরে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন রাহানে। রিভিউ নিলেও শেষ পর্যন্ত ২১ রানে আউট হয়ে ফিরে যেতে হয় তাকে। চারে নেমে সুবিধা করতে পারেননি আম্বাতি রাইডু। ট্রিস্টিয়ান স্টাবসের বলে রাঘব গোয়ালকে ক্যাচ দিয়ে ফেরেন ১২ রান করা এই ব্যাটার। হাফ সেঞ্চুরির খুব কাছে গেলেও সেটা পূর্ণ করা হয়নি কনওয়ের।
আকাশ মাধওয়ালের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলে লেগ বিফোর উইকেট হয়েছেন বাঁহাতি এই ওপেনার। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে ৪৪ রান করা কনওয়েকে ফেরান আকাশ। এরপর ২৬ রান করা দুবেকে নিয়ে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন মহেন্দ্র সিং ধোনি।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে মুম্বাই। সফরকারীদের হয়ে সবচেয়ে বেশি ৬৪ রান করেছেন নেহাল। এ ছাড়া সূর্য্যকুমার ২৬ এবং স্টাবস ২০ রান করেছেন। চেন্নাইয়ের হয়ে পাথিরানা তিনটি এবং তুষার ও দীপক দুটি করে উইকেট নিয়েছেন।