ব্র্যাডম্যানের চেয়ে কম নয় বাবর: রমিজ রাজা
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হেসন
২২ এপ্রিল ২৫
ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে চার ওয়ানডেতে ৬৮.৭৫ গড়ে তার ব্যাট থেকে এসেছে ২৭৫ রান। সিরিজের চতুর্থ ওয়ানডেতে পাকিস্তান অধিনায়ক খেলেছেন ১০৭ রানের ইনিংস।
নিজের ১৮তম সেঞ্চুরি করার পথে মাইলফলক ছুঁয়েছেন ৫ হাজার রানের। ফর্মের তুঙ্গে থাকা বাবরকে তাই এবার কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে তাকেই সেরা মানছেন রমিজ।

তিনি বলেন, ‘বাবর আজম ডন ব্র্যাডম্যানের চেয়ে কম নয়। সাদা বলের ক্রিকেটে পরিসংখ্যানগত দিক থেকে সে বিশ্বের সেরা ক্রিকেটার। এমন ঝুঁকিপূর্ণ সংস্করণে এ ধরনের ধারাবাহিক খেলোয়াড় আমি আর দেখিনি।’
রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার
১৫ এপ্রিল ২৫বর্তমান সময়ে বিরাট কোহলির সঙ্গে বাবরের নামও উচ্চারণ হয় অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটার হিসেবে নিজেকে আরও পূর্ণতা দিচ্ছেন বাবর। যেকোনো উইকেটে খেলতে পারার দক্ষতাই পাকিস্তানের এই ব্যাটারকে অন্যদের চেয়ে আলাদা করেছে বলে মত রমিজের।
তার ভাষ্য, ‘এমন পারফরম্যান্সের ভিত্তি হলো টেকনিক ও টেম্পারামেন্ট। তার কৌশলগত কোনো সমস্যা নেই। সেটা ঘাসের উইকেট হোক কিংবা করাচির মতো উইকেট, যেখানে বোলররা সংগ্রাম করে, তেমন উইকেট হোক।’
বেশ লম্বা সময় ধরেই তিন ফরম্যাটে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন বাবর। তার অধীনে দলের পারফরম্যান্সও দারুণ। এরই মধ্যে নিউজিল্যান্ডকে ৪-০তে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। এখানেও বাবরের দক্ষতাকে কৃতিত্ব দিয়েছেন রমিজ।
তিনি বলেন, ‘সে ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রান সংগ্রহ করেছে। সে ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিকে পেছনে ফেলেছে, যা অনেক বড় অর্জন। পাকিস্তানে ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার কারণও কিন্তু সে।’