promotional_ad

'বুমরাহর অভাব পূরণ করবে সিরাজ'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বুমরাহ খেলছেন না, বিশ্বাসই হচ্ছে না শাস্ত্রী-স্টেইনের

৩ জুলাই ২৫
জসপ্রিত বুমরাহ, ফাইল ফটো

সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন মোহাম্মদ সিরাজ। এরই মধ্যে দলটির বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। ধারাবাহিক পারফর্ম্যান্সে আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরেও নিজের ফর্ম ধরে রেখেছেন ডানহাতি এই পেসার। ১৫ উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। এমন ধারাবাহিক পারফরম্যান্সের পর ভারতের সাবেক ক্রিকেটার আরপি সিং মনে করেন পরবর্তী শামি হতে চলেছেন সিরাজ।


promotional_ad

ইনজুরির কারণে লম্বা সময় ধরেই মাঠের বাইরে জসপ্রিত বুমরাহ। এবারের আইপিএলেও খেলা হয়নি তার। আসন্ন বিশ্বকাপেও এই পেসারকে নিয়ে শঙ্কা রয়েছে। আরপি সিং মনে করেন সিরাজ বিকল্প হতে পারেন বুমরাহর। তিনি বলেন, 'অবশ্যই সে জসপ্রিত বুমরাহর বিকল্প হতে পারে। এমনকি আমার মনে হয় তার যদি ধারাবাহিক উন্নতি হয় সে পরবর্তী মোহাম্মদ শামি হবে।'


আরো পড়ুন

স্থগিত হওয়ার পথে বাংলাদেশ-ভারত সিরিজ, আর্থিক ক্ষতির মুখে বিসিবি

১৭ মিনিট আগে
বাংলাদেশ-ভারত ম্যাচের একটি মুহূর্ত, ফাইল ফটো

বিশেষ করে সিরাজের ফিটনেস মুগ্ধ করেছে আরপি সিংকে। রিস্ট পজিশনেও পরিবর্তন এনে নিজের বোলিংয়ের ধার বাড়িয়েছেন এই পেসার। সেই সঙ্গে তার স্টাম্প টু স্টাম্প বোলিং মোকাবেলা করা যেকোনো ব্যাটারের জন্যই বেশ চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।


সিরিজের প্রশংসা করে আরপি সিং বলেন, 'আমি দীর্ঘদিন ধরে সিরাজকে অনুসরণ করছি। সে যখন ভারতীয় দলে যোগ দেয় তার গ্রিপ অনেক উঁচুতে ছিল এবং ধীরে ধীরে সেটা নিচে নেমেছে। কিন্তু এটা দেখে ভালো লাগছে সে অনেক কিছু নিয়ে কাজ করছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিটনেস। আপনি যদি তার টেকনিক্যাল বিষয়টা দেখেন তাহলে দেখবেন সে তার রিস্ট পজিশন নিয়ে অনেক কাজ করেছে এবং ভালো বাউন্স করানোর জন্য অনেক উঁচু থেকে বল রিলিজ করে। এমনকি সে স্টাম্প টু স্টাম্পও বল করে।'


২০১৯ সালে ওয়ানডে অভিষেক হলেও গত বছরের ফেব্রুয়ারি থেকে নিয়মিত খেলছেন সিরাজ। ফেরার পর থেকেই বল হাতে ধারাবাহিক পারফর্ম করেছেন সিরাজ। ২০২২ সালে ১৫ ম্যাচে এই পেসার নিয়েছেন ২৪ উইকেট। এ বছর যেন নিজেকে ছাড়িয়ে যেতে নেমেছেন সিরাজ। এরই মধ্যে ৮ ম্যাচ খেলে তার শিকার ১৯ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball