মালিঙ্গার চেয়েও ভালো বোলার হবেন পাথিরানা!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১১ জনের মৃত্যুতে বেঙ্গালুরুর দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি
২ জুলাই ২৫
মাথিশা পাথিরানার অ্যাকশন, ইয়র্কার থেকে শুরু করে বোলিং স্টাইল পর্যন্ত মিল রয়েছে কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার সঙ্গে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসর থেকেই তিনি খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে।
বল হাতে নিজেকে প্রমাণও করেছেন তিনি। দারুণ সব ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের ঘুম হারাম করে দিয়েছেন শ্রীলঙ্কার এই তরুণ পেসার। এবারের আইপিএলে এরই মধ্যে ৬ ম্যাচে ৭ উইকেট নিয়ে নিয়েছেন পাথিরানা। আর তাতেই প্রশংসা পেয়েছেন স্কট স্টাইরিশের।

সাবেক এই কিউই স্পিনার মনে করেন পাথিরানা নিজের ফর্ম ধরে রাখতে পারলে এক সময় মালিঙ্গার চেয়েও ভালো পেসার হয়ে উঠতে পারেন। যদিও সেই পর্যায়ে পৌঁছাতে লম্বা পথ পাড়ি দিতে হবে তাকে। সেই সঙ্গে বলের গতিও বাড়াতে হবে তাকে।
স্টাইরিশ বলেন, 'পাথিরানা যেভাবে বল করছে, সে নিজেকে যদি এভাবে নিজেকে ধরে রাখতে পারে তাহলে লাসিথ মালিঙ্গার থেকেও ভালো বোলার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে তার। বিশেষ করে তার বলের গতি রয়েছে। আরও একটু গতি বাড়িয়ে ১৪৫-১৪৬ কিঃমিঃ বল করতে পারলে ভালো হবে। ফলে সে যদি এই গতি এবং ঠিক ঠাক লেংথ বজায় রাখতে পারে তাহলে মালিঙ্গার থেকে ভালো বোলার হয়ে ওঠা সম্ভব।'
মালিঙ্গা কিংবদন্তি পেসার। এখনই তার সঙ্গে পাথিরানার তুলনা করতে চান না স্ট্রাইরিশ। তবে তাকে পরিশ্রম করে যাওয়ার পরামর্শ দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার। আইপিএল থেকেও পাথিরানার অনেকে অভিজ্ঞতা হবে বলে আশাবাদী স্টাইরিশ।
তিনি বলেন, 'মালিঙ্গা কিংবদন্তি ক্রিকেটার তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে পাথিরানা এখনই মালিঙ্গার মতো হয়ে উঠতে পারেনি। ওকে বলের গতি আরও বাড়াতে হবে। সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে। আরও বেশি করে পরিশ্রম করতে হবে। ভালো ইয়র্কার দেয়াও শিখতে হবে। আমার ধারণা আইপিএল থেকে সে অনেক কিছু শিখতে পারবে এবং অভিজ্ঞতা সঞ্চার করতে পারবে। তবে আমি বলব মালিঙ্গা যখন ১৪৫ কিমি গতিতে বল করত তখনই সেরা ফর্মে ছিল। তবে আমি চাইব পাথিরানাও একদিন সেই গতিতেই বল করবে।'