কলকাতা আমাদের হারায়নি, আমরাই হেরে গেছি: লারা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজকে ব্যবহার করছে ক্রিকেটাররা, দাবি লারার
১৮ জুলাই ২৫
ক্ষণে ক্ষণে রঙ বদলানোর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে পাঁচ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পুরো ম্যাচে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি হায়দরাবাদ। এ কারণে হতাশ ব্রায়ান লারা। দলটির হেড কোচের মতে, ম্যাচটি নিজেদের দোষেই হেরেছে হায়দরাবাদ।
১৭২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আগ্রাসী সূচনা করে হায়দরাবাদ। যদিও ৫৪ রান তুলতে গিয়ে চার উইকেট হারিয়ে ফেলে দলটি। সেখান থেকে দলকে টেনে তোলেন এইডেন মার্করাম এবং হেনরিখ ক্লাসেন।

দুজনে মিলে গড়েন ৭০ রানের জুটি। ২০ বলে ৩৬ রান করে শার্দুল ঠাকুরের বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন ক্লাসেন। তারপর ৪০ বলে ৪১ রান করে ১৬.৫ ওভারে ১৪৫ রানে মার্করামও বিদায় নিলে আরও চাপে পড়ে হায়দরাবাদ।
‘আসল সময়েই কোহলির বুদ্ধি খুলে যায়’
২০ জুলাই ২৫
সেই চাপ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন আব্দুল সামাদ। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৯ রান। বরুন চক্রবর্তীর করা সেই ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন ১৮ বলে ২১ রান করা সামাদ।
শেষ বলে হায়দরাবাদের জয়ের জন্য দরকার ছিল ৬ রান। ছক্কা মারতে ব্যর্থ হন ভুবনেশ্বর কুমার। জিতে যায় কলকাতা। শেষদিকে মুঠোয় থাকা এমন ম্যাচ হেরে গিয়ে আফসোসে পুড়ছেন লারা। ক্যারিবিয়ান এই কিংবদন্তি কলকাতাকে কৃতিত্ব দেয়ার চাইতে নিজেদের দোষারোপই বেশি করছেন।
লারা বলেন, 'আমি বলতে চাই, এই ম্যাচটি আমাদের জেতার দরকার ছিল। আমাদের সেভাবেই খেলার দরকার ছিল। তারা আসলে আমাদের হারায়নি। আমরাই হেরে গেছি। ম্যাচটি আমাদের হাতেই ছিল, কিন্তু আমরা হেরে গেছি।'
'তাদের কয়েকজন কোয়ালিটি স্পিনার আছে। নারিন, চক্রবর্তীরা বিশ্বমানের স্পিনার। আমরা দারুণ একটি জুটি গড়তে পেরেছি। কয়েকটি ওভারে বেশি রান নিয়ে আমরা ম্যাচে ফিরেছি। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়ে ফেলেছি। এমন উইকেটে ব্যাটারদের ম্যাচ জেতাতে হয়, কিন্তু আমরা তা পারিনি।'