স্নায়ুর লড়াইয়ে শেষ ওভারে গিয়ে জিতল কলকাতা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বোল্ট-চাহারের আগুনে বোলিং, রোহিতের ঝড়ে মুম্বাইয়ের টানা চার জয়
১২ ঘন্টা আগে
বোলারদের অসাধারণ বুদ্ধিদিপ্ত বোলিংয়ে সানরাইজার্স হায়দরাবাদকে ৫ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ক্ষণে ক্ষণে রঙ বদলানোর এই ম্যাচে শেষ হাসি হেসেছে নীতিশ রানার দল। হাউদরাবাদের ইনিংসে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন এইডেন মার্করাম এবং হেনরিখ ক্লাসেনরা। ফিনিশিংয়ের সুযোগ ছিল আব্দুল সামাদের সামনেও। যদিও কলকাতার বোলারদের দারুণ বোলিং এবং ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত ম্যাচ হেরে যায় হায়দরাবাদ।
১৭২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণভাবে করে হায়দরাবাদ। ১১ বলে ১৮ রান করে হারশিত রানার বলে ফিরে যান মায়াঙ্ক আগারওয়াল। শার্দুল ঠাকুরের করা পরের ওভারে ফিরে যান অভিষেক শর্মাও (৯)।
ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা রাহুল ত্রিপাঠি ৯ বলে ২০ রান করে পাওয়ার প্লে'তে কিছুটা আস্থা দেয় হায়দরাবাদকে। ষষ্ঠ ওভারে রাহুল ফেরার পর সপ্তম ওভারে ফিরে যান হ্যারি ব্রুকও। অনুকুল রয়ের কাছে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে রানের খাতাই না খুলেই বিদায় নেন তিনি।

হায়দরাবাদের রান তখন চার উইকেটে ৫৪। তারপর ৭০ রানের জুটি গড়েন মার্করাম এবং ক্লাসেন। ২০ বলে ৩৬ রান করে ঠাকুরের বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন ক্লাসেন। তারপর ৪০ বলে ৪১ রান করে ১৬.৫ ওভারে ১৪৫ রানে মার্করামও বিদায় নিলে আরও চাপে পড়ে হায়দরাবাদ।
তবুও রাসেলকে দোষ দিতে নারাজ কলকাতার ম্যানেজমেন্ট
২২ এপ্রিল ২৫
সেই চাপ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন আব্দুল সামাদ। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৯ রান। বরুন চক্রবর্তীর করা সেই ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন ১৮ বলে ২১ রান করা সামাদ।
শেষ বলে হায়দরাবাদের জয়ের জন্য দরকার ছিল ৬ রান। ছক্কা মারতে ব্যর্থ হন ভুবনেশ্বর কুমার। জিতে যায় কলকাতা। ৮ উইকেটে ১৬৬ রানে থামতে হয় হায়দরাবাদকে। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন ভৈরব অরোরা এবং শার্দুল। দশ ম্যাচে এটি কলকাতার চতুর্থ জয়।
রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রান তোলে কলকাতা। যদিও শুরুটা ভালো হয়নি তাদের। দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে রহমানউল্লাহ গুরবাজ (০) এবং ভেঙ্কটেস আইয়ারকে (৭) ফেরান মার্কো ইয়ানসেন।
এরপর ইনফর্ম জেসন রয়কে (২০) ফেরান কার্তিক তিয়াগি। তিয়াগিকে উড়িয়ে মারতে গিয়ে মিসটাইমিং করেন রয়। ক্যাচটি লুফে নেন আগারওয়াল। ৩৫ রানে তৃতীয় উইকেট হারানোর পর ৯৬ রানে নিজেদের চতুর্থ উইকেট হারায় কলকাতা।
৩১ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে মার্করামের ফাঁদে পড়েন নীতিশ। দারুণভাবে কলকাতার অধিনায়ককে কট এন্ড বোল্ড করেন হায়দরাবাদের নেতা। এরপর ১৫ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন আন্দ্রে রাসেল।
হার্ডহিটার এই ব্যাটারকে ফেরান মারকান্ডে। শেষপর্যন্ত রিঙ্কু সিংয়ের ৩৫ বলে খেলা ৪৬ রানের ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় কলকাতা। ইয়ানসেন ছাড়াও হায়দরাবাদের হয়ে দুই উইকেট নেন টি নাটারাজান।