promotional_ad

ওয়াদির স্পিন ভেলকিতে বিধ্বস্ত বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুজারাবানি-নিয়াউচিদের নিয়ে গর্বিত আরভিন

১ ঘন্টা আগে
ব্লেসিং মুজারাবানিকে নিয়ে উচ্ছ্বসিত জিম্বাবুয়ে দল, ক্রিকফেঞ্জি

উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দলের চারটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচও রয়েছে। তৃতীয় ম্যাচেও চোখ রাঙ্গাচ্ছিল বৃষ্টি। তবে ওশাদি রানাসিঙ্গের ঘূর্ণিতে নাজেহাল হতে হয়েছে বাংলাদেশকে।


কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৫৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে স্বাগতিকরা। জবাবে খেলতে নেমে ইনিংসের এক বল বাকি থাকতে ১২৮ রানে অল আউট হয় বাংলাদেশের মেয়েরা।


promotional_ad

এদিন বড় লক্ষ্য খেলতে নেমে দলীয় ৭ রানেই শামিমা সুলাতানাকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন রানাসিঙ্গে। এরপর দলীয় ৩৫ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে হাল ধরেন নিগার সুলতানা ও ফারজানা হক।


আরো পড়ুন

বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে

২১ এপ্রিল ২৫
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন চান্দিকা হাথুরুসিংহে, ফাইল ফটো

এই দুজনে যোগ করেন ৬১ রান। নিগার ৫১ বলে ৩৭ রান করে ফিরলে এই জুটি ভাঙে। ফারজানা আউট হন ২৪ রান করে। এরপর আর কোনো ব্যাটার দুই অঙ্কের পৌঁছাতে পারেননি। ফলে ১২৮ রান করেই সন্তুষ্ট থাকতে হয় টাইগ্রেসদের।


শ্রীলঙ্কার হয়ে রানাসিঙ্গে ৩৪ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন উদেশিকা প্রবোধানি, সুগান্দিকা কুমারি, ইনোকা রানাভিরা ও চামারি আতাপাত্তু। এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা।


আতাপাত্তু ও ভিস্মি গুনারত্নের ওপেনিং জুটিতেই আসে ৫০ রান। মূলত এই জুটিই বড় ভিত গড়ে দেয় শ্রীলঙ্কাকে।গুনারত্নেকে ফিরিয়ে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙেন রিতু মনি। এরপর হার্শিতা সামারাবিক্রমার সঙ্গে ৫১ রানের আরও একটি দারুণ জুটি গড়েন আতাপাত্তু।


এই ওপেনারের ব্যাট থেকে আসে ৬০ বলে ৬৪ রানের ইনিংস। গুনারত্নে আউট হয়েছেন ৩০ বলে ১৭ রান করে। এরপর হার্শিতা সামারাবিক্রমার ৪৮ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে বড় পুঁজি নিশ্চিত করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, সুলতানা খাতুন, নাহিদা আকতার, রিতু মনি ও ফাহিমা খাতুন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball