promotional_ad

টি-টোয়েন্টি ক্রিকেট বদলে গেছে, বলছেন রোহিত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়

২২ এপ্রিল ২৫
বল হাতে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার, বিসিসিআই

পাঞ্জাব কিংসের বিপক্ষে ২১৫ রানের বিশাল সংগ্রহ তাড়া করে ৬ উইকেটের বড় জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাও আবার ১৮.৫ ওভারেই। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরও বেশ কিছু ম্যাচে বড় রান তাড়া করে জয় পেয়েছে দলগুলো।


যদিও একসময় টি-টোয়েন্টিতে ১৫০-১৬০ রানকেই বড় রান হিসেবে ধরা হতো। তবে এখন প্রায়ই ২০০ রানের বেশি তাড়া করতে দেখা যায়। এমনটা দেখে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা মনে করেন টি-টোয়েন্টি ক্রিকেট এখন বদলে গেছে।


promotional_ad

তিনি বলেন, ‘যখন আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা শুরু করি, তখন ১৫০ রান জয়ের স্কোর ছিল। একজন অতিরিক্ত ব্যাটার ম্যাচে বড় পার্থক্য তৈরি করে দিচ্ছে। আমি পরীক্ষা করছিলাম, এই মৌসুমে গড় স্কোর ১৮০ হয়েছে। বেশ কয়েক ওভার দারুণ ব্যাটিং করেছে সূর্য। উইকেটের পেছনে খেলাই তার শক্তি। সে এটি ভালো ব্যবহার করেছে। ইশান কিশান ও সূর্যকুমার যাদব দুর্দান্ত ব্যাটিং করেছেন।’


আরো পড়ুন

বোল্ট-চাহারের আগুনে বোলিং, রোহিতের ঝড়ে মুম্বাইয়ের টানা চার জয়

১২ ঘন্টা আগে
টানা চার জয়ে উড়ছে মুম্বাই ইন্ডিয়ান্স, ফাইল ফটো

মৌসুম শুরুর আগেই এবারের আইপিএলে কিভাবে খেলবে তার দল তা নিয়ে পরিকল্পনা করেছিলেন রোহিত শর্মা। সেই সময় থেকেই তাদের লক্ষ্য ছিল ফলাফল নিয়ে বেশি চিন্তাভাবনা না করা। ম্যাচ হারলেও নিজেদের সংকল্পে অটুট থাকতে চান রোহিত।


তার ভাষ্য, 'মৌসুম শুরুর আগে, আমরা কীভাবে আমাদের ক্রিকেট খেলব তা নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে বলা হয়েছিল আমরা আমাদের ক্রিকেট খেলব। ফলাফল নিয়ে বেশি চিন্তা করব না। আমরা শুধু সেখানে গিয়ে নিজেদের প্রকাশ করব। আপনি ঘরে এবং ঘরের বাইরে ম্যাচ হারবেন তবে, আমরা আমাদের পরিকল্পনায় দৃঢ় থাকতে চাই।’


আইপিএলের এবারের আসরে প্লে অফে খেলার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে মুম্বাই। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আছে রোহিতের দল। তাদের সমান পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস ৪ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫ নম্বরে রয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball