promotional_ad

ম্যাচ শেষ করে আসতে না পারায় সূর্যকুমারের আক্ষেপ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়

২২ এপ্রিল ২৫
বল হাতে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার, বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সেরা ফর্মে ছিলেন না সূর্যকুমার যাদব। যদিও পাঞ্জাব কিংসের বিপক্ষে ঠিকই জ্বলে উঠেছিল সূর্যকুমারের ব্যাট। এ দিন ৩১ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি।


তার পাশাপাশি ইশান কিশান খেলেছেন ৪১ বলে ৭৫ রানের ইনিংস। অবশ্য এই দুজন ইনিংস শেষ করে আসতে পারেননি। তারা আউট হলে তিলক ভার্মা ১০ বলে ২৬ ও টিম ডেভিড ১০ বলে ১৯ রান করে মুম্বাইকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।


promotional_ad

অবশ্য হাতের মুঠোয় থাকা ম্যাচ শেষ করে আসতে না পারায় হতাশা ব্যক্ত করেছেন সূর্যকুমার। পাঞ্জাবের দেয়া ২১৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চেয়েছিলেন সূর্যকুমার। সেই পরিকল্পনায় সফলও হয়েছেন তবে তার আক্ষেপ কাটছে না তাতে।


আরো পড়ুন

বোল্ট-চাহারের আগুনে বোলিং, রোহিতের ঝড়ে মুম্বাইয়ের টানা চার জয়

১২ ঘন্টা আগে
টানা চার জয়ে উড়ছে মুম্বাই ইন্ডিয়ান্স, ফাইল ফটো

সূর্যকুমার বলেন, ‘এই ম্যাচে জয়ে আমি খুব খুশি কিন্তু এই ম্যাচটা আমার শেষ করা উচিত ছিল। আমি যখন ব্যাট করতে গিয়েছিলাম, তখন একটা ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাট করি এবং ইশান কিশানকে সমর্থন করি। এটা গুরুত্বপূর্ণ ছিল কারণ সে খুব ভালো ব্যাটিং করছিল। আমি সবসময় এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকি।'


যদিও দলের জয়ে অবদান রাখতে পেরে আনন্দিত সূর্যকুমার। হাতে জোর না থাকলেও টাইমিংয়ের কারণে বল মাঠের বাইরে পাঠাতে পেরেছেন বলে মনে করেন এই ডানহাতি ব্যাটার। মাঠে নামার পর নিজের পরিকল্পনা নিয়ে স্বচ্ছ ছিলেন বলে জানালেন তিনি।


সূর্যকুমার বলেন, 'আমার পুরো পরিকল্পনা পরিষ্কার ছিল এবং আমি যখন ব্যাট করতে যাই তখন আমি আমার স্বাভাবিক খেলাটি খেলার চেষ্টা করেছিলাম। আমার কাছে পাওয়ার গেম নেই এবং আমি টাইমিং দিয়ে বলটি মাঠের বাইরে পাঠাই। আমি খুব খুশি যে এই অংশীদারিত্বের ফলে জয় এসেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball