promotional_ad

কলকাতায় লিটনের বদলি জনসন চার্লস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন

১৩ এপ্রিল ২৫
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

লিটন দাসের বদলি ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি এই উইকেটরক্ষকের পরিবর্তে জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে দলটি। ওয়েস্ট ইন্ডিজের ওপেনারকে অন্তর্ভুক্তির বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে কলকাতা। লিটনের মতো ৫০ লাখ ভারতীয় রুপিতেই চার্লসকে দলে নিয়েছে কলকাতা।


ইতোপূর্বে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানে ফ্র্যাঞ্চাইজি লিগ খেললেও এবারই প্রথমবারের মতো আইপিএলে যোগ দেবেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা চার্লস। ২০১২ এবং ২০১৬ সালে ক্যারিবিয়ানদের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি।


২০২২ সালের অক্টোবরের আগ পর্যন্ত অবশ্য টানা ছয় বছর ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন চার্লস। এ সময় বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান তিনি। ২০২২ সালে দলে ফিরে খেলেন আরও সাতটি টি-টোয়েন্টি ম্যাচ।


promotional_ad

ক্যারিয়ারে খেলা ২১৯ ইনিংসের মধ্যে ১৭৯টি'তেই ইনিংসের সূচনা করতে নামেন চার্লস। ২৫.৪৭ গড় এবং ১২৫.৭২ স্ট্রাইক রেটে রান করেন তিনি। চার্লসের অন্তর্ভুক্তির কারণে রহমানউল্লাহ গুরবাজ এবং জেসন রয়ের পরিবর্তে আরও একজন বিদেশি ওপেনার পেল কলকাতা।


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়

২২ এপ্রিল ২৫
বল হাতে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার, বিসিসিআই

এদিকে এবারই প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। যদিও এক ম্যাচের বেশি সুযোগ পাওয়া হয়নি তার। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অভিষেক ম্যাচে একেবারে নিষ্প্রভ ছিলেন বাংলাদেশের এই ব্যাটার। ৪ মেরে রানের খাতা খুললেও ইনিংস বড় করতে পারেননি তিনি।


শেষ পর্যন্ত মুকেশ কুমারের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে ললিত যাদবকে ক্যাচ দিয়ে ৪ রানেই ফেরেন লিটন। নিজের অভিষেক ম্যাচে উইকেটকিপিংয়েও খানিকটা ছন্নছড়া ছিলেন তিনি। যার ফলে পরের ম্যাচেই একাদশ থেকে জায়গা হারাতে হয় তাকে।


এরপর কলকাতার জার্সিতে সুযোগ মেলেনি বাংলাদেশি এই ব্যাটারের। আয়ারল্যান্ড সফরের জন্য আইপিএল ছেড়ে এমনিতেই ৫ মে'র মধ্যে ইংল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল লিটনের। কিন্তু পারিবারিক সমস্যার কারণে গত ২৮ এপ্রিল দেশে ফিরেন তিনি।


কলকাতায় এবার খেলার কথা ছিল আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানেরও। কিন্তু পারিবারিক সমস্যার কারণে আইপিএল খেলতে যাননি এই অলরাউন্ডার। তার বদলে ইংল্যান্ডের জেসন রয়কে দলে ভেড়ায় কলকাতা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball