কিশান ও সূর্যের উত্তাপে জিতল মুম্বাই

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
২২ এপ্রিল ২৫
প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে জেতার বিকল্প নেই এমন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স-পাঞ্জাব কিংস। আগে ব্যাট করে ২১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল পাঞ্জাব। তবে ইশান কিশান আর সূর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটিংয়ের কাছে এই রানও পাত্তা পেল না।
শেষ পর্যন্ত তারা ৬ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে রোহিত শর্মার দল। বড় লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের তৃতীয় বলেই শূন্য রানে ফিরে যান অধিনায়ক রোহিত। এরপর ক্যামেরন গ্রিন ও ইশান কিশান মিলে যোগ করেন ৫৩ রান। গ্রিন ফেরেন ২৩ রান করে। বাকি সময়টায় পাঞ্জাবের বোলারদের তুলোধোনা করেছেন কিশান ও সূর্যকুমার যাদব।
তৃতীয় উইকেটে এই দুজনে যোগ করেন ১১৬ রান। দুইশোর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করে সূর্যকুমার যাদব ৩১ বলে ৬৬ রান করে আউট হন। মাত্র ৪১ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন কিশান। দুই সেট ব্যাটার আউট হওয়ার পর মুম্বাইয়ের জয় পাওয়া নিয়ে শঙ্কা জাগে।

অবশ্য আগের ম্যাচে মুম্বাইয়ের জয়ের নায়ক টিম ডেভিড ও তিলক ভার্মা শেষদিকে ঝড়ো ব্যাটিং করে মুম্বাইয়ের জয়ের পথ সহজ করে দিয়েছেন। শেষ পর্যন্ত তিলক ১০ বলে ২৬ ও ডেভিড ১০ বলে ১৯ রান করে অপরাজিত থেকে মুম্বাইকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। পাঞ্জাবের হয়ে দুটি উইকেট নেন ন্যাথান এলিস, একটি করে উইকেট পেয়েছেন রিশি ধাওয়ান ও আর্শদীপ সিং।
‘ম্যাক্সওয়েল-লিভিংস্টোন কেবল ছুটি কাটাতে আইপিএলে আসে’
২১ এপ্রিল ২৫
এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৩ রানেই পাঞ্জাব হারায় ওপেনার প্রাভসিমরান সিংকে। তিনি আরশান খানের বলে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ব্যক্তিগত ৯ রানে। এরপর অধিনায়ক শিখর ধাওয়ান ইনিংস টেনেছেন ম্যাথু শর্টকে নিয়ে।
এই দুজনে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৪৯ রান। ধাওয়ান আউট হয়েছেন ২০ বলে ৩০ রান করে পিযুষ চাওলার বলে উইকেটকিপার কিশানকে ক্যাচ দিয়ে। এরপর শর্টকেও আউট করেছেন চাওলা। তবে পাঞ্জাবের এই ব্যাটার এবার বোল্ড করেন তিনি।
আউট হওয়ার আগে শর্টের ব্যাট থেকে আসে ২৬ বলে ২৭ রান। বাকি সময়টা ছিল লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মার। এই দুজনের অবিচ্ছিন্ন ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে বিশাল পুঁজি পায় পাঞ্জাব। লিভিংস্টোন মাত্র ৪২ বলে ৮২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।
এর মধ্যে ৪টি ছক্কা ও ৭টি চার মেরেছেন লিভিংস্টোন। এর মধ্যে জফরা আর্চারকে ১৯তম ওভারে টানা তিনটি ছক্কা হাঁকিয়েছেন এই ইংলিশ ব্যাটার। জিতেশ হাফ সেঞ্চুরি না পেলেও তার ব্যাট থেকে আসে ২৭ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস। তার ইনিংস জুড়ে ছিল ২টি ছক্কা ও ৫টি চার।