অবসর নেয়া ব্যালেন্সের ৮ সপ্তাহের নিষেধাজ্ঞা চায় ইসিবি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গ্যারি ব্যালেন্স। এবার অবসর নেয়া বাঁহাতি এই ব্যাটারের নিষেধাজ্ঞা চেয়ে বসেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বর্ণবাদী মন্তব্য ও ভাষা ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্রিকেট ডিসিপ্লিন কমিশনের (সিডিসি) শুনানিতে নিষেধাজ্ঞা চেয়েছে তারা। যেখানে খেলায় ৮ সপ্তাহ নিষেধাজ্ঞা চাওয়ার সঙ্গে ৮ হাজার পাউন্ড জরিমানার আবেদন করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
যদিও সেটা ১২ হাজার পাউন্ড ও ১০ সপ্তাহের নিষেধাজ্ঞার দাবি ছিল। তবে পরবর্তীতে সেটা কমিয়ে ৮ হাজার পাউন্ড ও ৮ সপ্তাহে নিয়ে আসা হয়। অবসর নেয়ায় অবশ্য মাঠের খেলার নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না ব্যালেন্স। তবে আর্থিক জরিমানা গুনতে হবে জিম্বাবুয়ের বংশোদ্ভূত এই ক্রিকেটার।

শুধু ব্যালেন্সই নয় বর্ণবাদী মন্তব্য ও ভাষা ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে আরও ৫ ক্রিকেটারের বিপক্ষে। যেখানে রয়েছেন ২০০৫ সালের অ্যাশেজজয়ী দলের সদস্য ম্যাথু হগার্ড, ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপয়ী টিম ব্রেসনান এবং প্রথম শ্রেণির ক্রিকেটার অ্যান্ড্রু গেল, জন ব্লেইন ও রিচার্ড পাইরাহ।
৬ ক্রিকেটারের বিপক্ষে ৩৭ হাজার পাউন্ড জরিমানা আবেদন করেছে ইসিবি। যেখানে ব্যালেন্সের ৮ হাজার পাউন্ড, হগার্ডের সাড়ে ৭ হাজার পাউন্ড, ব্রেসনানের ৫ হাজার পাউন্ড, গেলের সাড়ে ৭ হাজার পাউন্ড, ব্লেইনের ৫ হাজার পাউন্ড এবং পাইরাহের বিপক্ষে ৪ হাজার পাউন্ড জরিমানার আবেদন করা হয়েছে।
জিম্বাবুয়ে ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন ব্যালেন্স। ইংল্যান্ডের জার্সিতে খেলা ছাড়াও ২০১৩-১৭ পর্যন্ত ইংলিশ কাউন্টিতে
ইয়র্কশায়ারের হয়ে খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ২৩ টেস্ট এবং ১৬ ওয়ানডে। কিছুদিন আগে আবারও জিম্বাবুয়ে ফেরেন। কয়েক ম্যাচে খেলে অবসরের সিদ্ধান্তও নিয়েছেন তিনি।
এদিকে ইয়র্কশায়ারে খেলার সময় আজিম রফিকের সঙ্গে বর্ণবাদী মন্তব্য ও ভাষা ব্যবহার করেছিলেন ব্যালেন্স। যা সিডিসির শুনানিতে প্রমাণিত হয়েছে। তবে ইসিবির আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন সিডিসির চেয়ারম্যান টিম ও’গোরমান। এদিকে বিচারিক প্রক্রিয়ায় অনেক টাকা খরচ হওয়ায় ব্যালেন্সের আর্থিক জরিমানা কমানোর আহবান জানিয়েছেন তার আইনজীবী।