promotional_ad

সাকিবের সেঞ্চুরির পরও ১০ উইকেটে হারল বাংলাদেশের যুবারা

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুজারাবানি-নিয়াউচিদের নিয়ে গর্বিত আরভিন

১ ঘন্টা আগে
ব্লেসিং মুজারাবানিকে নিয়ে উচ্ছ্বসিত জিম্বাবুয়ে দল, ক্রিকফেঞ্জি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে যখন ইনিংস হারের শঙ্কা উঁকি দিচ্ছিলো তখন ব্যাট হাতে হাল ধরেন শাহরিয়ার সাকিব। বাংলাদেশের অধিনায়কের সেঞ্চুরিতে ইনিংস হার এড়ালেও শেষ পর্যন্ত ১০ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগার যুবাদের।


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেটে ১৬৬ রান নিয়ে এদিন ব্যাটিংয়ে নামেন শাহরিয়ার সাকিব ও একান্ত শেখ। দিনের শুরুতেই হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব। এদিকে তাদের জুটি এদিন ১০ ওভার টিকলেও খুব বেশি রান তুলতে পারেননি।


promotional_ad

মুহাম্মদ ইসমাইলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আগেরদিন নাইটওয়াচম্যান হিসেবে নামা একান্ত। বাঁহাতি এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ১০ রান। একান্ত ফেরার পর জাকারিয়া ইসলাম শান্তকে নিয়ে জুটি গড়েন সাকিব। তারা দুজনে মিলে যোগ করেন ৬০ রান।


বেশ দেখেশুনে ব্যাটিং করলেও তিন চারে ৫১ বলে ২৩ রানের ইনিংস খেলে আলী আসফান্দের বলে বোল্ড হতে হয় জাকারিয়াকে। তবে ঠিকই সেঞ্চুরি তুলে নেন সাকিব। যদিও সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আসফান্দের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন২৩৫ বলে ১০৬ রানের ইনিংস খেলা সাকিব।


প্রথম ইনিংসেও ৪৭ রান করেছিলেন বাংলাদেশের অধিনায়ক। সুবিধা করতে পারেননি সিয়াম হোসেন দিপু ও পারভেজ রহমান জীবন। বেশ খানিকটা সময় টিকে থাকলেও সেভাবে রান তুলতে পারেননি। এদিকে নয়ে নেমে খানিকটা রান তোলার চেষ্টা করেছিলেন মাহফুজুর রহমান রাব্বি।


যদিও ১৫ রান করে সাজঘরে ফিরে যেতে হয় তাকে। শেষ পর্যন্ত ২৯২ রানে অল আউট হয় বাংলাদেশের যুবারা। পাকিস্তানের হয়ে আসফান্দ চারটি ও আরাফাত মানহাজ নিয়েছেন তিনটি উইকেট। এদিকে পাকিস্তানের যুবাদের লক্ষ্য দাঁড়ায় ২২ রান।


সেই লক্ষ্য তাড়ায় মাত্র ৬.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জিতে যায় সফরকারীরা। আজান আওয়াইজ ৪ ও শাহজাইব খান ১৯ রান করেছেন। ফলে ১০ উইকেটে জিতে একমাত্র যুব টেস্ট নিজেদের করে নিলো পাকিস্তানের যুবারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball