দুইয়ে ফখর, শীর্ষস্থান পাকাপোক্ত করলেন বাবর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসি র্যাঙ্কিংয়ে নাহিদা-শারমিন-রিতুর উন্নতি
২২ এপ্রিল ২৫
ফর্মের তুঙ্গে আছেন পাকিস্তানি ব্যাটার ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুই সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানের জয়ের নায়ক হয়েছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি।
দুই নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের এই ওপেনার। দ্বিতীয় স্থানে উঠতে আট ধাপ এগিয়েছেন তিনি। এটাই তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। এর আগে ২০২১ সালের এপ্রিলে ক্যারিয়ার সেরা সাত নম্বরে উঠেছিলেন তিনি। ফখরের নামের পাশে রয়েছে ৭৮৪ রান।

৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন বাবর আজম। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডেতে যথাক্রমে ৪৯ ও ৬৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর ফলে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছেন পাকিস্তান অধিনায়ক।
পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হেসন
২২ এপ্রিল ২৫
পাকিস্তানের আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন। ৪২ ও ৫৪ রানের সুবাদে তিনি উঠে এসেছেন ৬৪ নম্বর থেকে ৫৮তম স্থানে। নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে লম্বা লাফ দিয়েছেন ড্যারিল মিচেল। তিনিও দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন।
প্রথম ম্যাচে ১১৩ রান করার পর দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ১২৯ রানের ইনিংস। ৬ ধাপ এগিয়ে মিচেলের বর্তমান অবস্থান ৫১ নম্বরে। তিন ধাপ এগিয়েছেন আরেক ব্যাটার টম লাথাম। তিনি দ্বিতীয় ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন। আর তাতেই ২৯ নম্বরে উঠে এসেছেন এই কিউই ব্যাটার।
বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে হারিস রউফের। এই পেসার দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে ১২ ধাপ উন্নতি করেছেন। এর ফলে ৫১ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অজি পেসার জস হ্যাজেলউড।