promotional_ad

শেষ বলের রোমাঞ্চে জিতল পাঞ্জাব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়

২২ এপ্রিল ২৫
বল হাতে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার, বিসিসিআই

শেষ ওভারে জিততে ৯ রান প্রয়োজন ছিল পাঞ্জাব কিংসের। উইকেটে ছিলেন সিকান্দার রাজা। প্রথম দুই বলে সিঙ্গেল। পরের বলটি ব্যাটেই লাগাতে পারেননি রাজা। চতুর্থ ও পঞ্চম বলে ২ রান করে নিলে শেষ বলে ৩ রানের সমীকরণ দাঁড়ায় পাঞ্জাবের সামনে। মাথিশা পাথিরানার করা শেষ বলটি ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পাঠিয়ে তিন রান নিয়ে উৎযাপন শুরু করেন রাজা ও শাহরুখ খান।


ফলে শেষ বলের রোমাঞ্চ জিতে ৪ রানের জয় নিশ্চিত করেন পাঞ্জাব। এই জয়ের ফলে ৯ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে শিখর ধাওয়ানের দল। অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।


চেন্নাইয়ের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাবকে স্বস্তির শুরু এনে দেন শিখর ধাওয়ান ও প্রাভসিমরান সিং। ধাওয়ান টানা দুই চারে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তিনি ১৫ বলে ২৮ রান করে আউট হয়েছেন। আরেক ওপেনার প্রাভসিমরান সিংয়ের ব্যাট থেকে আসে ২৪ বলে ৪২ রান।


promotional_ad

১৭ বলে ১৩ রান করে ফেরেন আথার্ভ তাইডে। এরপর পাঞ্জাবের ইনিংস টানেন লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান। এই দুজনে চতুর্থ উইকেটে যোগ করেন ৫৭ রান। লিভিংস্টোন ২৪ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও একটি চার।


আরো পড়ুন

রোহিত-সূর্যকুমারের ঝড়ের সামনে চেন্নাইয়ের আরো একটি হার

২০ এপ্রিল ২৫
৪৫ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৭৬ রানে অপরাজিত থাকেন মুম্বাইয়ের 'ইমপ্যাক্ট প্লেয়ার' রোহিত শর্মা, ফাইল ফটো

স্যাম কারানও দারুণ ব্যাটিং করেছেন। তিনি ২০ বলে ২৯ রান করে পাঞ্জাবকে জয়ের পথেই রেখেছিলেন এই ইংলিশ অলরাউন্ডার। জিতেশ শর্মা খেলেন ১০ বলে ২১ রানের ইনিংস। তারপরও ম্যাচটি চলে যায় শেষ ওভারে। অবশ্য শেষ পর্যন্ত স্নায়ুচাপ ধরে রেখে পাঞ্জাবকে জিতিয়ে মাঠ ছেড়ছেন সিকান্দার রাজা ও শাহরুখ খান।


এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় চেন্নাই। দুই ওপেনার রুতুরাজ গায়কোয়ার ও ডেভন কনওয়ে মিলেই তোলেন ৮৬ রান। রুতুরাজ আউট হয়েছেন ৩১ বলে ৩৭ রান করে। এরপর শিভম দুবে ১৭ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।


মঈন ৬ বলে ১০ রান ও জাদেজা ১০ বলে ১২ রান করে আউট হলেও মহেন্দ্র সিং ধোনি ৪ বলে ১৩ রানের ক্যামিও খেলে চেন্নাইকে ২০০ রানের সংগ্রহ এনে দিয়েছেন। অন্যপ্রান্তে নিয়মিত উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে খেলেছেন কনওয়ে। 


এই কিউই ব্যাটার পেতে পারতেন সেঞ্চুরিও তবে শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ বলে ৯২ রানের ইনিংস খেলে। তার ইনিংস জুড়ে ছিল একটি ছক্কা ও ১৬টি চারের মার। পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, স্যাম কারান রাহুল চাহার ও সিকান্দার রাজা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball