সেরা দুই-তিনে থেকে শেষ করতে চায় মোহামেডান

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
৩ সেঞ্চুরির ম্যাচে প্রাইম ব্যাংকের জয়
২৪ মার্চ ২৫
টানা দুইবার ডিপিএলের সুপার লিগ না খেলার সম্ভাবনা জেগেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে সাকিব আল হাসান যোগ দেয়ায় বদলে যায় তারা। শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে ইমরুল কায়েসের দল। টেবিল টপারদের সঙ্গে পয়েন্টের বেশ ব্যবধান থাকায় মোহামেডানের শিরোপা জেতার সম্ভাবনা ক্ষীণ। তাই সেরা দুই কিংবা তিনে থেকে শেষ করতে চান ইমরুল।
গ্রুপ পর্বের শুরুর দিকে ছন্দ খুঁজে পাচ্ছিলো না মোহামেডান। নিজেদের প্রথম ৫ ম্যাচের কোনোটিতেই জয়ের দেখা পায়নি তারা। ৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ছিল মোটে এক। সেটাও রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায়। সুপার লিগ নিয়ে যখন শঙ্কা তৈরি হয় তখনই মোহামেডানের হাল ধরেন সাকিব।
অভিজ্ঞ এই অলরাউন্ডারের হাত ধরে জয়ের দেখা পায় ঐতিহ্যবাহী ক্লাবটি। পরের সবগুলো ম্যাচ জিতে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে তারা। কম্বিনেশনের কারণে শুরুর দিকের ম্যাচগুলো ভালো খেলতে পারেনি বলে জানান ইমরুল। তবে সুপার লিগে ভালো ক্রিকেট খেলে ডিপিএল শেষ করতে চান মোহামেডানের অধিনায়ক।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইমরুল বলেন, ‘দেখেন লিগ পর্বে শুরুর দিকে আমাদের কম্বিনেশন ভালো ছিল না। আমরা ভালো খেলিনি, হেরে গিয়েছি। এরপর সাকিব আসলো দলে ভারসাম্য ফিরে এবং আমরা খুব ভালোভাবে কামব্যাক করেছি। এখন লক্ষ্য যে পাঁচ ম্যাচ আছে সেখানে ভালোভাবে শেষ করতে পারলে টপ দুই, তিনে থাকতে পারবো। আমাদের লক্ক্য একটাই আমরা ভালো ক্রিকেট খেলবো।’
সিসিডিএমে যোগ দিচ্ছেন ফাহিম
১৯ ঘন্টা আগে
তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার এবং ম্যাচ জেতার। প্রথম রাউন্ডে তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে তাই জিতেছে। একটা সময় আমরা ভালো শুরু পেয়েও ভালোভাবে শেষ করতে পারিনি। চেষ্টা করবো আগে যে ভুলগুলো করেছি সেগুলো শোধরানোর। ভালো শুরু পেলে এবার বড় রান করার চেষ্টা করবো। বড় রান করলে অবশ্যই ওদের জন্য প্রেশার থাকবে। দেখা যাক খেলার ফল কালকে দিন শেষে বোঝা যাবে। আগে আসলে বলে কোনো লাভ নাই। আমাদের ভালো ক্রিকেট খেলতে চাই।’
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে রবিবার রাতে ও সোমবার সকালে ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ। যার ফলে স্কোয়াডে থাকা সাকিব, রনি তালুকদার, মেহেদি হাসান মিরাজদের পাচ্ছে না মোহামেডান। যার ফলে আবারও বিপাকে পড়তে হচ্ছে তাদের।
মোহামেডানেরই শুধু এমন অবস্থা নয় বলে মনে করিয়ে দিয়েছেন ইমরুল। মোহামেডানের অধিনায়ক মনে করেন, যারা ব্যাকআপ হিসেবে আছে তাদের দিয়ে ভালো কিছু হবে। ইমরুল বলেন, ‘প্রত্যেকটা দলেরই একই সমস্যা হবে। কম বেশি সব দলেরই জাতীয় দলের খেলোয়াড় থাকবে না। শুধু যে আমরা সমস্যা মোকাবেলা করবো তা না, সবার জন্যই কম্বিনেশন সমস্যা হবে। আমার কাছে মনে হয় তাদের (সাকিব-মিরাজ) ব্যাকাপ যাদের নিয়েছি আমরা তারা এখন ভালো করতেছে। আশা করি ভালো কিছু হবে।’
এদিকে দারুণ বোলিং করা জ্যাক লিনটটকেও পাচ্ছে না মোহামেডান। সুপার লিগে তাদের হয়ে খেলবেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরুল। তিনি বলেন, ‘প্রথম পর্বে আমাদের হয়ে খেলা জ্যাক লিনটট চলে গেছে। এবার শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস আছে, সুপার লিগ খেলবে।’