promotional_ad

এমন পারফরম্যান্সের পর এই হার মানতেই পারছেন না মার্শ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার

১৩ মার্চ ২৫
আইপিএলের গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মিচেল মার্শ, ফাইল ছবি

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ম্যাচ খেলেছেন মিচেল মার্শ। যদিও তার অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের পরও ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালস। এই হার মানতেই পারছেন না মার্শ।


এবারের আইপিএলে ছন্দ পেতে কিছুটা সময় নিয়েছেন মার্শ। আসরের শুরুর দিকে সেভাবে পারফর্ম করতে দেখা যায়নি তাকে। তারপর বিয়ের ছুটিতে অস্ট্রেলিয়া গিয়ে ফিরে আসেন এই অলরাউন্ডার।


promotional_ad

মাঠে ফেরার পরও সেভাবে ছন্দে ফিরেননি তিনি। কিন্তু হায়দরাবাদের বিপক্ষে একটু বেশিই অসাধারণ পারফর্ম করেন মার্শ। আগে ব্যাটিং করে অভিষেক শর্মার ৩৬ বলে ৬৭ ও হেনরিখ ক্লাসেনের ২৭ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংসে ভর করে হায়দরাবাদ তোলে ১৯৭ রান।


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়

২২ এপ্রিল ২৫
বল হাতে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার, বিসিসিআই

বল হাতে ২৭ রান খরচায় চার উইকেট নেন মার্শ। তারপর ব্যাট হাতেও করেন ৩৯ বলে ৬৩ রান। তবে এত লড়াই করেও দিল্লির হয়ে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি মার্শ। ২০ ওভারে ছয় উইকেটে ১৬৬ রান করে থামে দিল্লি। ৯ রানে ম্যাচ হেরে যায় তারা। মার্শ ছাড়া কেবল ফিল সল্ট ৩৫ বলে ৫৯ এবং শেষদিকে অক্ষর প্যাটেল ১৪ বলে অপরাজিত ২৯ রান করে দিল্লিকে ম্যাচে রেখেছিলেন।


মার্শ বলেন, 'আমার কয়েকটা ম্যাচ লেগেছে ছন্দে ফিরতে। তবে দিনের শেষে এই হারটা আমাদের সবার কাছে খুবই হতাশাজনক। এটা মেনে নেয়া কঠিন। সল্টের (ফিল) সঙ্গে আমার পার্টনারশিপটা খুব ভালো ছিল। তবে ম্যাচটা জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। উইকেট পরের দিকে কিছুটি হলেও মন্থর হয়ে গিয়েছিল। আমার মনে হয়, এই উইকেটে ২০ টা রান আমরা বেশি তাড়া করছিলাম। ওরা (হায়দরাবাদ) খুব ভালো ফল করেছে। ম্যাচে আমাদের জিততে বাউন্ডারি দরকার ছিল। তাতে আমরা আরও চাপ বাড়াতে পারতাম।'


'আজকের ম্যাচ থেকে আমাদের জন্য অনেক কিছুই ইতিবাচক গেছে। এই মৌসুমে আমরা বেশ কিছু ক্লোজ ম্যাচ হেরেছি। কিছু ম্যাচের ফলাফল আমাদের একেবারে বিপক্ষে গিয়েছে। তবে আমরা এটাও মনে করি যে, এখনও অনেক সুযোগ রয়েছে। অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। এই টুর্নামেন্ট দীর্ঘ টুর্নামেন্ট। তবে আমাদের এখন থেকেই ম্যাচ জয়ের অভ্যাস করে নিতে হবে। এখন থেকেই ম্যাচ জিততে হবে।'


দারুণ পারফরম্যান্সের জন্য কিছুটা পুরস্কার অবশ্য পেয়েছেন মার্শ। দিল্লি ম্যাচ হারলেও ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন এই অস্ট্রেলিয়ান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball