promotional_ad

ইসিবির সঙ্গে সম্পর্কের ইতি টানছেন স্ট্রাউস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বেশ অনেকদিন ধরেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে জড়িত স্যার অ্যান্ড্রু স্ট্রাউস। যদিও আগামী মাসেই বোর্ড সভা শেষে দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।


ক্রিকেট থেকে অবসরের পর দুই মেয়াদে লম্বা সময় ইসিবির সঙ্গে কাজ করেছেন তিনি। সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে ইসিবির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে যোগ দেন স্ট্রাউস। তার পর থেকেই নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে গেছেন তিনি। এমনকি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন সাবেক এই ব্যাটার। তবে চাপের কারণেই এই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।


promotional_ad

এক বিবৃতিতে স্ট্রাউস বলেন, 'ইসিবির সঙ্গে সময়টা খুব উপভোগ করেছি এবং ইংল্যান্ড দলের সাফল্যে অবদান রাখতে পেরে গর্বিত। এই সংগঠনের বাইরে দায়িত্ব বাড়তে থাকায় আমি বর্তমান এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।'


অবসরের পর ২০১৫ সালে ইসিবির ক্রিকেট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেছিলেন স্ট্রাউস। যদিও দুই বছরের বেশি ইসিবির সঙ্গে জড়িত থাকতে পারেননি তিনি। ২০১৭ সালে তার জীবন ওলট-পালট হয়ে যায়। স্ট্রাউসের স্ত্রী রুথ স্ট্রাউস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন। সেই সময় স্ত্রীর পাশে থাকতে ইসিবির পদ ছেড়ে দেন তিনি।


এরপর আবারও ২০২০ সালে ইসিবির বোর্ডে যোগ দেন তিনি। ২০২২ সালের মে পর্যন্ত ছেলেদের ক্রিকেটের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়কালে ২০২১ সালের অ্যাশেজে ভরাডুবি হয় ইংল্যান্ডের। সেই সিরিজে তারা ৪-০ ব্যবধানে হারে।


এই হারের পেছনে কারণ খুঁজে বের করার দায়িত্ব দেয়া হয় স্ট্রাউসকে। পারফরম্যান্স রিভিউ করে তিই ১৭টি পরামর্শ প্রদান করেন। এর মধ্যে ১৫টি পরামর্শই বাস্তবায়ন করেছে ইসিবি। এদিকে স্ট্রাউসের সঙ্গে ইসিবির দায়িত্ব ছাড়ছেন চিফ অপারেটিং অফিসার ডেভিড মাহোনেও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball