promotional_ad

আয়ারল্যান্ডকে ইনিংস ও ১০ রানে হারিয়ে শ্রীলঙ্কার জয়ের সেঞ্চুরি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দলে রমেশ মেন্ডিস

৫ ফেব্রুয়ারি ২৫
টেস্ট পোশাকে রমেশ মেন্ডিস, এসএলসি

দুই সেঞ্চুরির সঙ্গে দুই আক্ষেপ, প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে পুরোদমে দাপট দেখিয়েছিলেন আয়ারল্যান্ডের ব্যাটাররা। গলের রানপ্রসবা উইকেটে অবশ্য দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারলেন না তারা। হার এড়াতে পুরো দিন ব্যাটিং করার বিকল্প ছিল না আইরিশদের। তবে লড়াই করলেন কেবল অ্যান্ড্রু বালবির্নি ও হ্যারি টেক্টর। তবুও ইনিংস ব্যবধানের হার ঠেকাতে পারলেন না তারা। আয়ারল্যান্ডকে ইনিংস ১০ রানে হারিয়ে টেস্টে নিজেদের শততম জয় তুলে নিলো শ্রীলঙ্কা।


গলে আগের দিনের ২ উইকেটে ৫৪ রান নিয়ে শেষ দিনের ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। দিনের শুরুতেই আসিথা ফার্নান্দোর বাউন্সারে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যেতে হয় বালবির্নিকে। এদিকে পাঁচে নেমে সুবিধা করতে পারেননি পল স্টার্লিং। প্রবাথ জয়াসুরিয়ার অফ স্টাম্পের বাইরের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটার।


promotional_ad

প্রথম ইনিংসে ১০৩ রানের ইনিংস খেলা স্টার্লিং এদিন সাজঘরে ফিরেছেন মাত্র ১ রানে। স্টার্লিংকে ফিরিয়ে টেস্টে ইনিংস হিসেবে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে দ্রুততম ও বিশ্ব ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। বাঁহাতি স্পিনার ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মাত্র ৭ টেস্টে। তার চেয়ে কম টেস্টে এমন কীর্তি আছে কেবল চার্লি টার্নারের।


সুবিধা করতে পারেননি প্রথম ইনিংসে ৮০ রান করা লরকান টাকারও। আসিথার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যেতে হয় ১৩ রান করা এই ব্যাটারকে। দ্রুত বিদায় নিয়েছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান কার্টিস ক্যাম্ফারও। রমেশ মেন্ডিসের লেংথ ডেলিভারিতে সুইপ করতে গিয়ে ১২ রানে ফিরেছেন তিনি। তাতে মাত্র ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা।।


একপ্রান্ত আগলে রাখা টেক্টরকে সঙ্গ দিতে থাকেন দিনের শুরুতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া বালবির্নি। লাঞ্চের আগে আর কোনো বিপদ ঘটতে দেননি তারা দুজন। যদিও লাঞ্চের পর হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে বালবির্নিকে। মেন্ডিসের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে মিড অফ ড্রাইভ করতে গিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ক্যাচ দেন ৪৬ রান করা আইরিশ অধিনায়ক।


বালিবির্নি ফিরলেও ধৈর্য্যশীল ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন টেক্টর। ১৫৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তরুণ এই ব্যাটার। এরপর দ্রুত রান তুলতে থাকেন তিনি। তবে টেক্টরকে সঙ্গ দিতে পারেননি আর কেউ। শেষ পর্যন্ত টেক্টর ৮৫ রান করে আউট হলে ২০২ রানে অল আউট হয় আয়ারল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে মেন্ডিস ৫টি ও আসিথা তিনটি উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball