promotional_ad

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন লিটন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন

১৩ এপ্রিল ২৫
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো মৌসুম খেলার অনাপত্তি পত্র না পাওয়ায় এমনিতেই কদিন পর ফিরতে হতো লিটন দাসকে। যদিও আগামী ৫ মে ভারত থেকে সরাসরি ইংল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল ডানহাতি এই উইকেটকিপার ব্যাটারের।


আপাতত সেটা আর হচ্ছে না। পারিবারিক কারণ টুর্নামেন্টের মাঝ পথেই আইপিএল ছাড়লেন লিটন। পরিবারের পাশে থাকতে শুক্রবার বাংলাদেশে ফিরে এসেছেন তিনি। একে বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স।


promotional_ad

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২৮ এপ্রিল, শুক্রবার, জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য আমাদের শুভকামনা।’


আরো পড়ুন

তবুও রাসেলকে দোষ দিতে নারাজ কলকাতার ম্যানেজমেন্ট

২২ এপ্রিল ২৫
গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৫ বলে ২১ রান করেন আন্দ্রে রাসেল, ফাইল ফটো

প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। যদিও এক ম্যাচের বেশি সুযোগ পাওয়া হয়নি তার। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অভিষেক ম্যাচে একেবারে নিষ্প্রভ ছিলেন বাংলাদেশের এই ব্যাটার। ৪ মেরে রানের খাতা খুললেও ইনিংস বড় করতে পারেননি তিনি।  


শেষ পর্যন্ত মুকেশ কুমারের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে ললিত যাদবকে ক্যাচ দিয়ে ৪ রানেই ফেরেন লিটন। নিজের অভিষেক ম্যাচে উইকেটকিপিংয়েও খানিকটা ছন্নছড়া ছিলেন তিনি। যার ফলে পরের ম্যাচেই একাদশ থেকে জায়গা হারাতে হয় তাকে। 


এরপর কলকাতার জার্সিতে সুযোগ মেলেনি বাংলাদেশি এই ব্যাটারের। শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নামবে পয়েন্ট টেবিলের সাতে থাকা কলকাতা। আপাতত সেই ম্যাচে লিটনকে পাচ্ছে না তার। পারিবারিক সমস্যা কাটিয়ে তিনি আবারও ভারতে ফিরবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।


এদিকে সিলেটে তিনদিনের ক্যাম্প শেষে ৩০ এপ্রিল ইংল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ। যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল। সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে লিটনের।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball