promotional_ad

তিন সংস্করণের কোনোটিই ছাড়তে চাই না: আর্চার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে পাল্লা দিয়ে খাপ খাওয়াতে না পেরে অনেকেই ৩ ফরম্যাটের ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিচ্ছেন। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা ঘটছে অহরহ। তবে জোফরা আর্চার এ পথে হাঁটতে চান না। খেলে যেতে যান তিন ফরম্যাটেই। 


জন্মসূত্রে ওয়েস্ট ইন্ডিজের হলেও ২০১৯ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় আর্চারের। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর পেছনে বড় ভুমিকাও ছিল তার। কিন্তু বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরেই বেশি সময় কেটেছে তার।


promotional_ad

একের পর চোট আর্চারকে রেখেছে মাঠের বাইরে। সুস্থ হয়ে মাঠে ফিরে আবারও চোটে পড়েছেন। এ বছর আইপিএলে নেমে ২ এপ্রিল একটি ম্যাচও খেলেন আর্চার। চার ওভারে ৩৩ রান খরচ করেন বিনা উইকেটে। ওই ম্যাচ খেলার পর ছুটে যান বেলজিয়ামে চিকিৎসকের কাছে।


তারপর আবার ২০ দিন বিরতি দিয়ে ২২ এপ্রিল আবারো মুম্বাইয়ের পক্ষে ২২ গজে দেখা যায় এই পেসারকে। এদিনও ছিলেন খরুচে। ৪২ রান দিয়ে নেন এক উইকেট। তবে এসবের মাঝেও আর্চার যেন হাল ছাড়তে নারাজ,


তিন সংস্করণেই খেলে যাওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আর্চার। তার বিশ্বাস আইপিএলের বাকি ম্যাচগুলোতে আর কোনো সমস্যা না হলে তিনি অ্যাশেজেও ভালো খেলতে পারবেন। তার ভাষ্যমতে, আমি এখনো যত পারি লাল বলের ক্রিকেট খেলতে চাই।'


'সত্যিই আমি এখনো ভাবিনি কোনো সংস্করণ ছেড়ে দেওয়ার ব্যাপারে। এই বছরটা খেলি তারপর দেখা যাক শরীর কতটা সায় দেয়। কিন্তু তিন সংস্করণের কোনোটিই ছাড়তে চাই না, আমার তেমন কোনো পরিকল্পনা নেই। আমার যত ক্রিকেট খেলার সুযোগ আসবে, সবই খেলতে চাই।


চোটের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া আর্চার নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, 'এ পর্যন্ত যা হয়েছে তাতে আমি খুশি। হ্যা, অবশ্যই এটা একটু কঠিন। বারবার প্রত্যাবর্তন করা ও প্রত্যাশা ও সবকিছু মানিয়ে নিয়ে চলা। তবে সবমিলিয়ে আমার অভিজ্ঞতা ভালো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball