promotional_ad

টি-টোয়েন্টির কারণে বন্ধ হয়ে যাচ্ছে ‘দ্য হান্ড্রেড’!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে স্টোন, ইংল্যান্ডের বড় ধাক্কা

৫ এপ্রিল ২৫
ইংল্যান্ডের টেস্ট জার্সিতে অলি স্টোন

বন্ধ হয়ে যেতে পারে ইংল্যান্ডে চালু হওয়া ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’! বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তার কাছে শেষ পর্যন্ত হারল মানতে যাচ্ছে একশ বলের ক্রিকেট। এমন সংবাদ প্রকাশ করছে ইংলিশ গণমাধ্যম মেইল স্পোর্ট।


মূলত টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বজুড়ে যতটা সমাদৃত হয়েছে তার ধারেকাছেও যেতে পারছে দ্য হান্ড্রেড। এমনকি ইংল্যান্ডের বাইরে কোনো প্রভাবও সৃষ্টি করতে পারেনি ১০০ বলের এই ক্রিকেট টুর্নামেন্টটি। আর তাই এই টুর্নামেন্ট বন্ধ করা নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়ে গেছে।


ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তত্ত্বাবধানে 'দ্য হান্ড্রেড' নামের ফ্র্যাঞ্চাইজি আসরটি আলোর মুখ দেখে ২০২১ সালে। যদিও আরও কয়েক বছর আগ থেকে এমন আসর আয়োজন নিয়ে কথা চলছিল।


promotional_ad

যুক্তরাজ্যের শহরভিত্তিক মোট আটটি দল নিয়ে এই লিগ প্রথমে মাঠে গড়ায়। প্রথম আসরটি জমকালো না হলেও দ্বিতীয় আসর পর্যন্ত গড়িয়েছে এই টুর্নামেন্টটি। যদিও দ্বিতীয় আসরেও ইংল্যান্ডের বাইরে সেভাবে কোনো দর্শক টানতে পারেনি তা।


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

এদিকে এপ্রিলের শুরুতে উস্টারশায়ারের চেয়ারম্যান ফানোস হিরার এক প্রতিবেদনে দাবি করা হয়, দ্য হান্ড্রেডের প্রথম দুই মৌসুমে মোট ৯০ লাখ পাউন্ড লোকসান হয়েছে। এটি ইসিবি কর্তৃক কাউন্টি ও এমসিসিকে দেওয়া আড়াই কোটি পাউন্ডের বাইরে।


যদিও ইসিবি এক কোটি ১৮ লাখ পাউন্ড আয়ের দাবি করেছে বলে নিজেদের প্রতিবেদনে লিখেছে মেইল স্পোর্ট। ২০২২ সালে বার্ষিক ২২ কোটি পাউন্ডে এর সম্প্রচার স্বত্ব কিনেছিল স্কাই স্পোর্টস। ২০২৮ পর্যন্ত থাকবে এই চুক্তির মেয়াদ। জানা গেছে, এই চুক্তিতে সন্তুষ্ট নয় স্কাই স্পোর্টসও!


দ্য হান্ড্রেডের বিকল্প হিসেবে অবশ্য আরেকটি টুর্নামেন্টের কথা ভেবে রেখেছে ইসিবি। মেইল স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে ন্যাশনাল কাউন্টি দলগুলোকে (সাবেক মাইনর কাউন্টি) ১৮টি প্রথম শ্রেণির দলের সঙ্গে যুক্ত করে একটি সম্প্রসারিত প্রতিযোগিতার কথা ভাবছে ইসিবি।


এতে করে প্রতিশ্রুতিশীল ক্রিকেটাররা পেশাদার জগতে প্রবেশের পথ পাবেন। এই ব্যাপারে প্রথম শ্রেণির কাউন্টি দলগুলোর সম্মতি লাগবে। কীভাবে এ নিয়ে আরও এগিয়ে যাওয়া যায় সেটাই ভাবছে ইসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball