promotional_ad

ফখরে ম্লান মিচেলের সেঞ্চুরি, এগিয়ে গেল পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আবারো পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা দিল বিসিসিআই

৪ ঘন্টা আগে
শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা হয় ভারত-পাকিস্তানের, ফাইল ফটো

ফখর জামানের সেঞ্চুরি এবং ইমাম উল হকের হাফ সেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ানডে জিতল পাকিস্তান। আর তাতে ম্লান হয়ে গেল ড্যারিল মিচেলের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে এটি পাকিস্তানের ৫০০তম জয়। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমের দল।


২৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের ইঙ্গিত দিচ্ছিল পাকিস্তান। স্বাগতিকরা ২১.২ ওভারেই তোলে ১২৪ রান। ৬৫ বলে ৬০ রান করে ইস সোধির বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে মাঠ ছাড়েন ইমাম উল হক।


তারপর বাবর আজমের সঙ্গে আরও ৯০ রানের জুটি গড়েন ফখর। এই জুটি বানেন অ্যাডাম মিলনে। উইকেটের পেছনে ক্যাচ দেয়ার আগে বাবর করেন ৪৬ বলে ৪৯ রান। নিজের করা পরের ওভারে শান মাসুদকেও (১) ফেরান মিলনে।


promotional_ad

দেখশুনে খেলতে খেলতে ঠিকমতোই সেঞ্চুরি তোলেন ফখর। ৪৩তম ওভারে রাচিন রবীন্দ্রর শিকার হওয়ার আগে ১১৪ বলে ১১৭ রান করেন তিনি। শেষদিকে ৩৪ বলে ৪২ রান তুলে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মোহাম্মদ রিজওয়ান।


আরো পড়ুন

২০২৭ সালে নিউজিল্যান্ডেও আসছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ

৫ ঘন্টা আগে
২০২৭ সালে নিউজিল্যান্ডেও আসছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ

কিউইদের হয়ে ৬০ রান খরচায় দুটি উইকেট নেন মিলনে। ৯ বল হাতে থাকতেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।


রাওয়ালপিন্ডিতে এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৮৮ রান করে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে দলটি তোলে ৪৮ রান। ২৬ বলে ১৮ রান করে হারিস রউফের বলে ফিরে যান চাঁদ বাওয়েস।


তারপর উইল ইয়ংয়ের সঙ্গে ১০২ রানের জুটি গড়েন মিচেল। ৭৮ বলে ৮৬ রান করে শাদাব খানের বলে ফিরে যান ইয়ংও। এরপর টম লাথাম, মার্ক চ্যাপম্যানদের সঙ্গে নিয়ে দলের রান বাড়াতে থাকেন মিচেল।


কাঙ্খিত সেঞ্চুরির দেখাও পেয়ে যান এক সময়। লাথাম (২০) আর চ্যাপম্যান (১৫) জুটি গড়লেও বড় রানের দেখা পাননি। শাহিন শাহ আফ্রিদির বলে ফখরকে ক্যাচ দেয়ার আগে ১১৫ বলে ১১৩ রান করেন মিচেল।


শেষদিকে ২১ বলে ২০ রান করে অপরাজিত থাকেন হেনরি নিকলস। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball