promotional_ad

নিউজিল্যান্ডকে ৫-০ তে হারিয়ে শীর্ষে উঠতে চায় পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আবারো পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা দিল বিসিসিআই

৪ ঘন্টা আগে
শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা হয় ভারত-পাকিস্তানের, ফাইল ফটো

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ ব্যবধানে ড্র করেছে পাকিস্তান। এবার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে এই দুই দল। আসন্ন এই সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যের কথা জানিয়েছেন পাকিস্তানের ব্যাটার ইমাম উল হক।


নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-০ ব্যবধানে সিরিজ জিততে পারলেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল হয়ে যাবে পাকিস্তান। বর্তমানে ১০৬ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে পাকিস্তান। আর শীর্ষে অবস্থান করা ভারতের রেটিং ১১৩। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ১১৫।


promotional_ad

দল হিসেবে পাকিস্তান ভালো অবস্থানে না থাকলেও ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ে রাজত্ব করছেন পাকিস্তানি ক্রিকেটাররা। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার বাবর আজম। ইমাম নিজে আছেন তিন নম্বরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শাহীন শাহ আফ্রিদি আছেন ৮ নম্বরে। এই সিরিজে ব্যক্তিগত অর্জন নয় দলগত সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ইমাম।


আরো পড়ুন

২০২৭ সালে নিউজিল্যান্ডেও আসছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ

৫ ঘন্টা আগে
২০২৭ সালে নিউজিল্যান্ডেও আসছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ

সেই লক্ষ্যের কথা জানিয়ে ইমাম বলেছেন, 'আমরা যদি নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারি আমাদের দল আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেবে। আমি সবসময়ই মনে করি এটা একটি দলগত খেলা। আমি র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে আছি এবং বাবর শীর্ষে আছে। কিন্তু আমাদের দল শীর্ষে নেই। এটা ভালো দেখায় না।'


সামনে এশিয়া কাপ রয়েছে। এরপর ভারতের মাটিতে বিশ্বকাপের মতো বড় আসর। নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে সিরিজ হারাতে পারলে তা দারুণ আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন ইমাম। তিনি বলেন, 'আমরা যদি ৫-০ ব্যবধানে সিরিজ জিততে পারি, আর আত্মবিশ্বাস নিতে পারি তা ব্যক্তিগত রেকর্ডের চেয়েও বেশি কিছু হবে।'


পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমও সিরিজ জয়ের দিকে নজর দিয়েছেন। তিনি বলেন, ‘সর্বশেষ সিরিজে নিউজিল্যান্ডের কাছে আমরা হেরেছি। ঐ সিরিজে হারের স্মৃতি দ্রুতই ভুলতে চাই। এবার সিরিজ জিততে পারলে সেই ক্ষত ভুলতে পারবো আমরা। তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলে সিরিজ জয়ের লক্ষ্য আমাদের।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball