promotional_ad

ভেবেছিলাম লিটন আরও সুযোগ পাবে: সুজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১১ জনের মৃত্যুতে বেঙ্গালুরুর দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি

২ জুলাই ২৫
শিরোপা উদযাপনে ব্যস্ত কোহলিরা, ফাইল ফটো

এক ম্যাচেই আটকে আছে লিটন দাসের আইপিএল ক্যারিয়ার। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সুযোগ পেয়ে মাত্র ৪ রান করে আউট হয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর কিপিং করতে গিয়ে স্টাম্পিংয়ের সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। এমন পারফরম্যান্সের পর পরের ম্যাচেই জায়গা হারান লিটন।


চেন্নাইয়ের বিপক্ষে মূল একাদশে লিটনের জায়গায় ডেভিড ভিসেকে খেলিয়েছিল কলকাতা। সেই ম্যাচে পারফর্ম করতে ব্যর্থ হলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও নামিবিয়ার এই তারকাকে দলে রেখেছিল দলটি। প্রথম ম্যাচে খারাপ করলেও লিটনের আরও সুযোগ পাওয়া উচিত ছিল বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন।


promotional_ad

বাংলাদেশি ক্রিকেটার হওয়ার কারণেই এক ম্যাচ পর লিটনকে বসিয়ে রাখা হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তবে দলের কম্বিনেশনের কারণেও লিটনকে একাদশের বাইরে রাখা হতে পারে বলে ধারণা করছেন সাবেক এই অলরাউন্ডার। লিটন না থাকায় আইপিএলের খেলা দেখায় আগ্রহ হারিয়ে ফেলেছেন তিনি।


আরো পড়ুন

‘আমাদের দুর্ভাগ্য যে একসঙ্গে তিন-চার জন ক্রিকেটারের ফর্ম খারাপ ছিল’

২৬ মে ২৫
কলকাতার জার্সিতে আজিঙ্কা রাহানে, আইপিএল

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'কষ্টের একটা জায়গা তো অবশ্যই। লিটন যে মানের প্লেয়ার...হয়তো ওর জন্যও চাপের ম্যাচ ছিল যত বড় প্লেয়ারই হোক আইপিএলে তার প্রথম ম্যাচ। আশা করেছিলাম হয়তো লিটন আরও সুযোগ পাবে। আমি জানি সুযোগ পেলে মেলে ধরবে বা ওই মানের প্লেয়ারই। এটা বাংলাদেশ বলেই কি না বা অন্য কোনো কারণে কি না সেটা জানি না। টিম কম্বিনেশনের ব্যাপার আছে, হয়তো যে ছেলেটা এখন কিপিং করছে, লোকাল, বাড়তি একটা বিদেশি খেলাতে পারছে। আশা করছি যে লিটন আবার সুযোগ পাবে এবং নিজেকে আরও মেলে ধরবে। তবে হ্যাঁ, একটু তো কষ্টের জায়গা। লিটন বসে আছে দেখতে ভালো লাগে না।'


আইপিএল খেলতে লিটন ৯ এপ্রিল ভারত গেছেন। এরপর অনেক অপেক্ষার পর ২০ এপ্রিল প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। টুর্নামেন্ট শুরুর অনেক সময় পরে দলের সঙ্গে যোগ দেয়ার কারণে একাদশে জায়গা পাচ্ছেন না লিটন, এমন ধারণা মনে ধরছে না সুজনের। তিনি উদাহরণ টেনেছেন জেসন রয়ের। সাকিব আল হাসানের পরিবর্তে সুযোগ পেয়ে আইপিএলের মাঝ পথে দলে যোগ দিয়ে দলের নিয়মিত অংশ হয়ে গেছেন রয়।


এ প্রসঙ্গে সুজন বলেছেন, 'শুরু থেকে গেলে ওকে হয়তো খেলাতোই না। জেসন রয়ও তো পরে গেছে। এটা কোনো কারণ না আমি মনে করি। লিটন বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাকে আমরা যখন আইপিএল খেলতে কন্সিডার করবো, তখন বাংলাদেশের খেলা যদি মিস করে। সেক্ষেত্রে বসে থাকলে খারাপ লাগবে। ভালো লাগার ব্যাপার ছিল আমাদের ছেলেরা আইপিএল খেলতে যাচ্ছে। যদি না খেলতে পারে সেটা আমাদের জন্য ভালো কিছু বহন করবে না। ক্লাব লেভেলেও অনেক দরকার ছিল, ওকে মিস করছি। কিন্তু ক্লাব তো এত গুরুত্বপূর্ণ না, কিন্তু দেশ হলে অনেক বড় হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball