promotional_ad

ইংলিশ-অস্ট্রেলিয়ানদের সঙ্গে পুরো বছরের চুক্তি চায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে পুরো বছরের চুক্তি করতে চায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো। ইতোমধ্যেই ইংল্যান্ডের ৬ জন ক্রিকেটারকে এমন লোভনীয় প্রস্তাব দিয়েছে আইপিএলের দলগুলো। এমন সংবাদ প্রকাশ করছে ইংল্যান্ডের টাইমস লন্ডন পত্রিকা।


যদিও কাকে কাকে এমন প্রস্তাব দেয়া হয়েছে সেই নাম জানায়নি এই পত্রিকাটি। তাদের প্রতিবেদন অনুযায়ী, বিদেশি ক্রিকেটারদের ৫ মিলিয়ন পাউন্ড বার্ষিক চুক্তিমূল্যও প্রস্তাব করা হয়েছে। শুধু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া নয়- নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আ??্রিকার ক্রিকেটারদেরও এমন প্রস্তাব দেয়া হয়েছে।


ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ টি-টোয়েন্টি এবং সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির মতো জনপ্রিয় লিগগুলোতে দল আছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলোর।


promotional_ad

আর এই চুক্তিতে স্বাক্ষর করলে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানায় থাকা অন্যান্য লিগগুলোতে খেলতে হবে সেই ক্রিকেটারকে। বিদেশি লিগগুলোতে খেলা তখন একপ্রকার বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে সেই সব ক্রিকেটারদের জন্য।


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

সেই প্রতিবেদনে বলা হয়, ‘প্রাথমিক আলোচনা হয়েছে, আন্তর্জাতিক তারকা সহ অন্তত ৬ ইংলিশ ক্রিকেটারদের আইপিএল দল মালিকরা প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব মানলে ক্রিকেটারদের জন্য মূল চাকরিদাতা হবে আইপিএল দল। সেটা ইসিবি বা কোন কাউন্টি দল নয়।’


তারা আরও লিখেছে, ‘আলোচনা হয়েছে বেশ কিছু অস্ট্রেলিয়ান হাই প্রোফাইল ক্রিকেটারদের সাথে, সম্পূর্ণ সময়ের চুক্তি নিয়ে। বার্ষিক চুক্তিতে অর্থ থাকছে ২ মিলিয়ন পাউন্ড থেকে ৫ মিলিয়ন পাউন্ড। যা ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির চেয়ে ৫ গুন বেশি!’


প্রস্তাব পাওয়া ক্রিকেটাররা এমন চুক্তি করলে আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে নাও দেখা যেতে পারে তাদের। এমনটা হলে মান কিছুটা হলেও কমবে আন্তর্জাতিক ক্রিকেটের! টাইমস লন্ডনের সেই প্রতিবেদনে অবশ্য বলা হয়নি ঠিক কোন কোন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের লোভনীয় প্রস্তাব দিয়েছে।


এদিকে এই ব্যাপারে বিশ্বব্যাপী ক্রিকেটারদের সংগঠন ‘ফিকা’র নির্বাহী সভাপতি হিথ মিলস বলেছেন, ‘একাধিক লিগে খেলার জন্য কিছু ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের মধ্যে এ বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের ক্ষেত্রে এটি (চুক্তি) ভিন্ন রকম হতে পারে। তবে ক্রিকেটে এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় নয়। এই আলোচনা চলছে এবং খেলোয়াড়দের ভবিষ্যতে এমন সুযোগ থাকবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball