৪ ম্যাচ পর জয়ের দেখা পেল কলকাতা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির
১ ঘন্টা আগে
টানা চার ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। অন্যদিকে কলকাতাকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা চারে ওঠার সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে। শেষ পর্যন্ত দুই মেরুতে থাকা দুই দলের লড়াইয়ে জয় পেয়েছে কলকাতা।
এই ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করেছিল কলকাতা জবাবে নির্ধারিত ২০ ওভার ৮ উইকেটে ১৭৯ রানের বেশি করতে পারেনি বিরাট কোহলির দল। ফলে ২১ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে কলকাতা।

বড় লক্ষ্যে খেলতে নেমে বেশ ভালোই শুরু করেছিলেন ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলি। দুজনে যোগ করেন ৩১ রান। ডু প্লেসি ৭ বলে ১৭ রান করে আউট হয়েছেন। এরপর মাত্র ২ রান করে ফেরেন শাহবাজ আহমেদ। আর দারুণ ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান।
তবুও রাসেলকে দোষ দিতে নারাজ কলকাতার ম্যানেজমেন্ট
২২ এপ্রিল ২৫
দলীয় ৫৮ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পরও একপ্রান্ত আগলে রেখে বেঙ্গালুরুকে টানছিলেন কোহলি। তিনি চতুর্থ উইকেটে মহিপাল লামরোরকে নিয়ে যোগ করেন ৫৫ রান। লামরোর ফিরেছেন ১৮ বলে ৩৪ করে। হাফ সেঞ্চুরি করলেও ইনিংস লম্বা করতে পারেননি কোহলি।
তিনি ৩৭ বলে ৬টি চারে তোলেন ৫৪ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে আর জয়ের পথ থেকে ছিটকে যায় বেঙ্গালুরু। শেষদিকে দীনেশ কার্তিক ১৮ বলে ২২ সুয়াশ প্রভুদেশাই ৯ বলে ১০ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। কলকাতার হয়ে ৩টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। ২টি করে উইকেট পেয়েছেন সুয়াশ শর্মা, আন্দ্রে রাসেল।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় কলকাতা। জেসন রয় ও নারায়ণ জগদিশান যোগ করেন ৮৩ রান। জগদিশান আউট হন ২৯ বলে ২৭ করে। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ২৯ বলে ৫৬ করেন রয়। এরপর ভেঙ্কাটেস আইয়ারের ২৬ বলে ৩১ ও অধিনায়ক নীতিশ রানার ২১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ২০০ রানের পুঁজি পায় কলকাতা।
রাসেল ১ রান করে ফিরলেও রিঙ্কু সিং ১০ বলে ১৮ ও ডেভিড ভিসে ৩ বলে ১২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। বেঙ্গালুরুর হয়ে দুটি করে উইকেট পান বিজয় কুমার ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। একটি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ।