৪৮ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে চ্যাপম্যান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসি র্যাঙ্কিংয়ে নাহিদা-শারমিন-রিতুর উন্নতি
২২ এপ্রিল ২৫
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাটিং করেছেন মার্ক চ্যাপম্যান। ৫ ম্যাচে তিনি ২৯০ রান করেছেন। এর মধ্যে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫৭ বলে অপরাজিত ১০৪ রান করেছেন এই কিউই ব্যাটার। এমন পারফরম্যান্সে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি।
এর আগে রাওয়ালপিন্ডিতে চতুর্থ টি-টোয়েন্টিতে চাপম্যান খেলেন ৪২ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস। যদিও ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। তবে এই রানও প্রভাব ফেলেছেন তার টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে। ৪৮ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৩৫তম স্থানে উঠে এসেছেন এই কিউই ব্যাটার।

এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ৫৪তম স্থানে ছিলেন চ্যাপম্যান। কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি পাননি মোহাম্মদ রিজওয়ান। এই ম্যাচে তিনি আউট হয়েছিলেন ৯৮ রান করে। অবশ্য এমন পারফরম্যান্সের পরও র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি তার। তবে ১৩ রেটিং পয়েন্ট বেড়েছে তার।
শেষ ওয়ানডেতেও ফেরা হচ্ছে না চ্যাপম্যানের
৪ এপ্রিল ২৫
এর ফলে আগের মতোই দ্বিতীয় স্থান ধরে রেখেছেন তিনি। যদিও শীর্ষে থাকা সূর্যকুমার যাদবের সঙ্গে তার রেটিং পয়েন্টের পার্থক্য ৯৫। শীর্ষস্থান থেকে সূর্যকুমারকে হটাতে লম্বা পথ পাড়ি দিতে হবে এই পাকিস্তানি ব্যাটারকে। ৯০৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন সূর্যকুমার, আর রিজওয়ানের পয়েন্ট ৮১১।
৭৫৬ পয়েন্ট নিয়ে তিনে রিজওয়ানের অধিনায়ক বাবর আজম। এ ছাড়া ৭৪৮ পয়েন্ট নিয়ে চারে এইডেন মার্করাম ও ৭২৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রাইলি রুশো। টি-টোয়েন্টির বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। ৭১০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার।
৬৯২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছেন রশিদের স্বদেশী বাঁহাতি পেসার ফজলহক ফারুকি। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। ২৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন তিনি। ২৫০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।