promotional_ad

ব্যাটিং নয়, শাদাবকে বোলিংয়ে মনোযোগ দিতে বললেন আফ্রিদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির

২ ঘন্টা আগে
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির, ফাইল ফটো

শাদাব খানকে একজন বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবেই বিবেচনা করে পাকিস্তান। যদিও সাম্প্রতিক সময়ে ব্যাটে-বলে নিজের সেরাটা দিতে পারছেন না তিনি। এর ফলে তার দলে জায়গা পাওয়া নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।


এমন অবস্থায় তার বোলিংয়ের বাড়তি মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন শহীদ আফ্রিদি। সাবেক এই পাকিস্তানি অধিনায়ক মনে করেন ব্যাটিংয়ে বাড়তি গুরুত্ব দিতে গিয়েই খেই হারিয়ে ফেলছেন শাদাব। দলে টিকে থাকতে তার বোলিংয়ে উন্নতির বিকল্প দেখছেন না তিনি।


promotional_ad

আফ্রিদি বলেন, 'শাদাব মিডল ওভারগুলোতে দারুণ পারফর্ম করে থাকে। কিন্তু বাঁহাতিদের বেলায় সে অনেক ভুগছে। তার বোলিংয়ে মনোযোগ দেয়া গুরুত্বপূর্ণ। কারণ এটাই তার সামর্থ্য। ব্যাটার হিসেবে তার কিছুটা পিছিয়ে থাকা উচিত। দিন শেষে শাদাবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বোলিংয়ে উন্নতি করে দলে জায়গা ধরে রাখা।'


আরো পড়ুন

বারবার শ্বশুরকে টানায় বিরক্ত শাদাব

১১ এপ্রিল ২৫
শাদাব খান ও সাকলাইন মুশতাক

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে পারফর্ম করতে পারেননি শাদাব। পাঁচ ম্যাচে নিয়েছেন কেবল ৩ উইকেট। দুই ইনিংসে ব্যাট করে রান করেছেন কেবল ২১ রান। এর মধ্যে শেষ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা মার্ক চ্যাপম্যানের ক্যাচ ফেলেছিলেন শাদাব।


নাহলে এই কিউই ব্যাটার ফিরতে পারতেন ৬৭ রানেই। সেই ম্যাচে খরুচে বোলিংয়ের কারণেও সমালোচকদের রোষানলে পড়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও দুই ম্যাচে শাদাব ছিলেন উইকেটশূন্য। এরপর শেষ ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট। ব্যাট হাতে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৩২ রানের। 


নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে শাদাবের সমালোচনা করেছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমও। তিনি বলেন, 'ফেলে দেওয়া ক্যাচ আমাদের সমস্যায় ফেলে দেয়। ম্যাচের পরিস্থিতি বদলে যেতে পারত। কিন্তু চাপম্যান ম্যাচ হারিয়ে দিয়ে যায়। এটা বড় ভুল। শাদাব অতীতে অনেক ভালো পারফরম্যান্স করেছে। যদি একটি সিরিজে তাঁর পারফরম্যান্স ভালো না হয়, তাহলে তাতে বিশেষ কিছু পরিবর্তন হয় না। আমরা তাকে সমর্থন করছি। ও খুব তাড়াতাড়ি ভালো পারফর্ম করবে বলে আশা করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball