promotional_ad

নুরের সাফল্যে উচ্ছ্বসিত ‘গুরু’ রশিদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-থিকশানা, পেছালেন বাবর-রশিদ

১৯ ফেব্রুয়ারি ২৫
শুভমান গিল ও মাহিশ থিকশানা

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে নুর আহমেদের দারুণ পারফরম্যান্সে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে গুজরাট টাইটান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো বড় মঞ্চে নুরের এমন পারফম্যান্সে মুগ্ধ হয়েছেন তারই সতীর্থ রশিদ খান। নুরকে বিভিন্ন সময়ে দীক্ষাও দিয়েছেন রশিদ খান। স্বদেশী স্পিনারের সাফল্য তাই ছুঁয়ে গেছে তাকেও।


গুজরাটের ছুঁড়ে দেয়া ২০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই হার্দিক পান্ডিয়ার বলে ফিরে যান রোহিত শর্মা। এরপর ২১ বলে ১৩ রান করা ইশান কিশান এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা তিলক ভার্মাকে (২) ফিরিয়ে মুম্বাইকে বিপদে ফেলেন রশিদ।

তারপরই আঘাত হানেন নুর। একে একে ২৬ বলে ৩৩ রান করা ক্যামেরন গ্রিন, রানের খাতা না খোলা টিম ডেভিড এবং ১২ বলে ২৩ রান করা সূর্যকুমার যাদবকে ফেরান তিনি। ম্যাচটিতে ৩৭ রান খরচায় তিন উইকেট নেন নুর।


promotional_ad

তার এমন স্পেলেই মূলত ভড়কে যায় মুম্বাই। শেষদিকে নেহাল ওয়াধেরার ২১ বলে ৪০ এবং পীযূষ চাওলার ১২ বলে ১৮ রানের ইনিংসে কেবল ব্যবধানই কমাতে পেরেছে পাঁচবারের আইপিএল শিরোপাজয়ী মুম্বাই। ৫৫ রানে গুজরাটের বিপক্ষে হেরেছে তারা।


ম্যাচ শেষে নুরের প্রশংসায় রশিদ বলেন, 'এই ছেলেটা শিখতে চায় এবং সে অনেক পরিশ্রমী। গত বছর থেকেই সে আমাকে প্রশ্নের ওপর প্রশ্ন করে যাচ্ছে। রাত ১ টা, ২ টা, তার প্রশ্ন থামছেই না। এমনকি জিমেও সে আমার সঙ্গে বোলিং করছে।'


'সে আগের চাইতে আরও ভালো করতে চায়। সে নিয়মিত পারফর্ম করতে চায়। আমি খুব খুশি কেননা সে ভালো খেলতে পারছে। গুজরাট টাইটান্স এবং আফগানিস্তানের জন্য এটা অবশ্যই ভালো একটা সংবাদ।'


১৮ বছর বয়সী এই বাঁহাতি রিস্ট স্পিনারকে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে ২০২২ সালেই দলে ভিড়িয়েছে গুজরাট। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২৯ রান খরচায় এক উইকেট নেন তিনি।


দ্বিতীয় ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দুই উইকেটে দেন ১৮ রান। গুজরাটের হয়ে ধারাবাহিকভাবেই ভালো বোলিং করে যাচ্ছেন আফগান এই স্পিনার। মোট তিন ম্যাচে ৮.১৩ ইকোনমি রেট এবং ১৪ গড়ে ছয় উইকেট নিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball