রোহিতকে আইপিএল থেকে বিরতি নিতে বলছেন গাভাস্কার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত
২১ এপ্রিল ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হতেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে হবে রোহিত শর্মাদের। যেখানে তাদের প্রতিপক্ষ শীর্ষে থেকে ফাইনালে উঠা অস্ট্রেলিয়া। ৭ জুন ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের জন্য সতেজ থাকতে আইপিএল থেকে কিছুদিনের জন্য রোহিতকে বিরতি নিতে বলছেন সুনীল গাভাস্কার।
আইপিএল শুরুর আগে থেকেই ব্যাট হাতে তেমন ছন্দে নেই রোহিত। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও ব্যাট হাতে ধুঁকছেন মুম্বাইয়ের অধিনায়ক। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে মাত্র ১৮১ রান করেছেন রোহিত। ১৩৫.০৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করা রোহিতের হাফ সেঞ্চুরি মাত্র একটি।

এ ছাড়া একটি চল্লিশ পেরোনো ইনিংস খেললেও বাকি সবগুলো ত্রিশের নিচে। এমন ধুঁকতে থাকা রোহিতকে তাই বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন গাভাস্কার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নিজেকে ফিট রাখতে আইপিএলের শেষ দিকের কয়েকটি ম্যাচ খেলতে বলছেন তিনি। তাতে রোহিত খানিকটা স্বস্তি খুঁজে পাবে বলে মনে করেন ভারতের সাবেক এই ব্যাটার।
আইপিএলের সীমানা বড় করার পরামর্শ গাভাস্কারের
১ এপ্রিল ২৫
স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে গাভাস্কার বলেন, ‘(মুম্বাই ইন্ডিয়ান্সের) ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন দেখতে চাই আমি। সত্যি বলতে, আমি বলব রোহিতও যেন আপাতত কিছুদিনের জন্য বিরতি নেয় এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নিজেকে ফিট রাখে। প্রয়োজনে আইপিএলের শেষ দিকে কয়েক ম্যাচের জন্য ফিরতে পারে। তবে এই মুহূর্তে তার উচিত, নিজে কিছুটা স্বস্তির ফুরসত খুঁজে নেওয়া।’
রোহিতকে খানিকটা শ্রান্ত ও আনমনা মনে হচ্ছে বলে জানান গাভাস্কার। তিনি বলেন, ‘তাকে কিছুটা শ্রান্ত ও আনমনা মনে হচ্ছে। হতে পারে, এই পর্যায়ে সে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা ভাবছে… জানি না। তবে আমি বিশ্বাস করি, এই মুহূর্তে তার কিছুটা বিশ্রাম প্রয়োজন। এরপর সে শেষ তিন-চার ম্যাচের জন্য ফিরতে পারে, যেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ছন্দ খুঁজে পায়।’
রোহিতের মতো ধুঁকছে মুম্বাইও। সাত ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্রথম দুই ম্যাচে হারার পর ঘুরে দাঁড়িয়েছিল তারা। তবে তিন ম্যাচ জেতার পর আবারও হারতে শুরু করেছে রোহিতের দল। সবশেষ গুজরাট টাইটান্সের কাছে হারতে হয়েছে তাদেরকে। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে থাকায় প্লে অফে উঠতে মুম্বাইকে অলৌকিক কিছু করতে হবে বলে মনে করেন গাভাস্কার।
তিনি বলেন, ‘(প্লে অফে) কোয়ালিফাই করতে হলে অলৌকিক কিছু করতে হবে ওদেরকে। এই মুহূর্তে যে অবস্থায় আছে তারা… হ্যাঁ, হয়তো শীর্ষ চারে থাকার সম্ভাবনা তাদের আছে, তবে এজন্য অসাধারণ ক্রিকেট খেলতে হবে তাদের, ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিকভাবে দুর্দান্ত করতে হবে।’