প্রতিপক্ষ ও ফলাফল নিয়ে ভাবছেন না হাথুরুসিংহে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে
২১ এপ্রিল ২৫
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে রওনা দেয়ার আগে সিলেটে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। সিলেটের উদ্দেশে রওনা দেয়ার আগে দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্বাচক প্যানেলের সঙ্গে বৈঠক করেন চান্দিকা হাথুরুসিংহে। বাংলাদেশের হেড কোচ জানিয়েছেন, সিলেটে ক্যাম্প করার কারণ। একইসঙ্গে প্রতিপক্ষ ও ফলাফল নিয়ে যে তার ভাবনা নেই, সেটাও জানিয়েছেন এই মাস্টারমাইন্ড।
নির্বাচক প্যানেলের সাথে দুই ঘন্টা ধরে বৈঠক করেন হাথুরুসিংহে। সেখানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং বাকি দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক। আয়ারল্যান্ড সিরিজের রোডম্যাপ নিয়েই আলোচনা করেন তারা।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাথুরুসিংহে। টাইগার এই কোচ জানিয়েছেন, সামগ্রিকভাবে দেশের ক্রিকেট উন্নতি করাই তার মূল লক্ষ্য। এ ছাড়া ইংল্যান্ডের উইকেটের সঙ্গে সিলেটের উইকেটে মিল থাকার কারণে সেখানেই হবে ক্যাম্প, এমনটা জানিয়েছেন বাংলাদেশের কোচ।
মুজারাবানি-নিয়াউচিদের নিয়ে গর্বিত আরভিন
৮ ঘন্টা আগে
হাথুরুসিংহে বলেন, 'আমরা যখন সিলেটে খেললাম, মনে হল ইংল্যান্ডের উইকেটের সাথে এখানের কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হল সেখানেই অনুশীলন করা উচিত। এছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। তাছাড়া সিলেটে ইংল্যান্ডের মানের উইকেট পাব।'
'শুধু ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে ভাবছি না, আমাদের নিজেদের সবদিকে উন্নতির জন্য। আমরা প্রতিপক্ষ ও ফলাফল নিয়ে চিন্তা করছি না। আমরা উন্নতির খুজছি, সেটা যেখানেই খেলি না কেন। সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, বিশেষ করে ঘরের বাইরে বেশি খেলতে হবে। এ কারণে উন্নতি করতে সিলেটকে বেছে নেয়া, আর কিছু নয়।'
আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ এবং ১৪ মে। এই সফরে চারটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও সেটি বাতিল করে তারা। যদিও সেখানে দুই বোর্ডেরই সম্মতি ছিল।