আইপিএলের মাঝপথে বেলজিয়ামে গিয়েছিলেন আর্চার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির
২ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর ছেড়ে বেলজিয়ামে গিয়েছিলেন জোফরা আর্চার। অস্ত্রোপচার করানোর জন্যই আইপিএলের মাঝপথে ইউরোপে গেছেন তিনি। যদিও ডান কনুইয়ে আর্চারের অস্ত্রোপচারটি তেমন বড় কিছু নয়।
গত ২ এপ্রিল এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলেন আর্চার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলা ম্যাচটিতে কোনো উইকেট না নিয়ে ৩৩ রান খরচা করেন তিনি। এরপর অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পরবর্তী চার ম্যাচে খেলতে দেখা যায়নি তাকে।
মূলত ইনজুরি থেকে ফেরার পর শতভাগ ফিট না থাকার কারণেই খেলতে পারেননি তিনি। আর ওই সময়ে বেলজিয়াম ঘুরে আসেন আর্চার। এই ব্যাপারে তাকে পুরোপুরি সমর্থন করছে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি।

দলে থাকার বদলে এই মুহূর্তে সার্জারি করানোই আর্চারের জন্য সঠিক সিদ্ধান্ত হবে বলে মনে করছিল মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। ইংল্যান্ডের গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফের মতে, আইপিএল ছেড়ে বেলজিয়ামে নিজের চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন আর্চার।
এরপর অবশ্য মুম্বাইয়ের হয়ে আবারও একটি ম্যাচে খেলেছেন আর্চার। পাঞ্জাব কিংসের বিপক্ষে সেই ম্যাচে ৪২ রান খরচায় এক উইকেট নেন তিনি। তারপর গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচটিতে আবারও একাদশের বাইরে ছিটকে পড়েন তিনি।
এদিকে দলগত অবস্থান ভালো নেই আর্চারের দল মুম্বাইয়ের। আসরে সাতটি ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিততে পেরেছে পাঁচবারের আইপিএল শিরোপাজয়ীরা। আইপিএল পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে আছে দলটি।