গিল-মিলারদের ঝড়ের পর নুর-রশিদের ঘূর্ণিতে জিতল গুজরাট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শুভমান গিল, ডেভিড মিলার এবং অভিনব মনোহরের ব্যাটিং ঝড়ের পর দুই আফগান বোলার নুর আহমেদ এবং রশিদ খানের দারুন বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে গুজরাট টাইটান্স। এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেল গুজরাট।
২০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই হার্দিক পান্ডিয়ার বলে ফিরে যান রোহিত শর্মা। এরপর ২১ বলে ১৩ রান করা ইশান কিশান এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা তিলক ভার্মাকে (২) ফিরিয়ে মুম্বাইকে বিপদে ফেলেন রশিদ।
তারপরই আঘাত হানেন নুর। একে একে ২৬ বলে ৩৩ রান করা ক্যামেরন গ্রিন, রানের খাতা না খোলা টিম ডেভিড এবং ১২ বলে ২৩ রান করা সূর্যকুমার যাদবকে ফেরান তিনি। ৩৭ রান খরচায় তিন উইকেট নেন নুর।
শেষদিকে নেহাল ওয়াধেরার ২১ বলে ৪০ এবং পীযূষ চাওলার ১২ বলে ১৮ রানের ইনিংসে কেবল ব্যবধানই কমাতে পেরেছে পাঁচবারের আইপিএল শিরোপাজয়ী মুম্বাই। সাত ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে আছে দলটি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ২০৭ রান তোলে গুজরাট। শুরুটা অবশ্য ভালো হয়নি আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। দলীয় ১২ রানে ঋদ্ধিমান সাহার (৪) উইকেট হারায় দলটি।
ইনিংসের সপ্তম ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন পীযূষ। বর্ষীয়ান এই স্পিনার প্রথম বলেই ফেরান ১৪ বলে ১৩ রান করা হার্দিক পান্ডিয়াকে। ততক্ষণে গুজরাটের রান ৫০। এরপর ১৬ বলে ১৯ রান করা বিজয় শঙ্করকেও ফেরান চাওলা।
শুরুর ভাগে কেবল গিলের ৩৪ বলে করা ৫৬ রানের ইনিংসেই রানের চাকা সচল রাখে গুজরাট। ১০১ রানে চার উইকেট হারানো দলটিকে টেনে তোলেন মিলার এবং মনোহর।
মিলার ২২ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪৬ এবং মনোহর ২১ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৪২ রান করেন। শেষদিকে রাহুল তেওয়াটিয়া ৫ বলে তিনটি ছক্কায় অপরাজিত ২০ রান করলে বড় সংগ্রহ পায় গুজরাট।
আরো পড়ুন
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির
২ ঘন্টা আগে
