কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কাশ্মিরে হামলার প্রতিবাদ করায় গম্ভীরকে মেইলে হত্যার হুমকি
৪ ঘন্টা আগে
টসের আগেই জানা গিয়েছিল পুরো ম্যাচ খেলতে পারবেন না ফাফ ডু প্লেসি। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন বিরাট কোহলি। এই ম্যাচেই কিনা স্লো ওভাররেটের কারণে ২৪ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে কোহলিকে।
এই বিষয়টি বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয় ২৩ এপ্রিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে কোহলিকে এই জরিমানা করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, ‘আইপিএলের ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত কোড অব কন্ডাক্টের আওতায় এটি তার দলের দ্বিতীয় অপরাধ বলে জনাব কোহলিকে ২৪ লাখ রুপি, একাদশের প্রতিটি সদস্যের সঙ্গে ইমপ্যাক্ট বদলিকে ৬ লাখ রুপি বা ম্যাচ শতাংশের ২৫ শতাংশ (যেটি কম) জরিমানা করা হয়েছে।’
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির
১ ঘন্টা আগে
সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে না পারলে বোলিং দলকে শেষ ওভারে গিয়ে বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হয়। বেঙ্গালুরুকেও সেটাই করতে হয়েছিল। সেই সঙ্গে এবার অধিনায়ককেও মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে।
২০২১ সালে বেঙ্গালুরুর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান কোহলি। যদিও বর্তমান অধিনায়ক ডু প্লেসির চোটের কারণে দুটি ম্যাচে নেতৃত্ব দিতে হয়েছে কোহলিকে। পুরোনো অধিনায়কের অধীনে দুটি ম্যাচেই জয় পেয়েছে বেঙ্গালুরু।