দুর্দান্ত বোলিংয়ে দিল্লির টানা দ্বিতীয় জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
২২ এপ্রিল ২৫
মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে বেশ ভালোভাবেই এগোচ্ছিল সানরাইজার্স হায়দরাবাদ। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির খুব কাছেও ছিলেন আগারওয়াল। তবে তাকে পঞ্চাশ ছুঁতে দেননি অক্ষর প্যাটেল। আগারওয়ালের বিদায়ের পর হঠাৎই ছন্দতন হয় স্বাগতিকদের। সবমিলিয়ে মাত্র ১৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় হায়দরাবাদ।
একে একে সাজঘরে ফেরেন আগারওয়াল, রাহুল ত্রিপাঠি, অভিষেক শর্মা ও অধিনায়ক এইডেন মার্করাম। শেষ দিকে হেনরিখ ক্লাসেন এবং ওয়াশিংটন সুন্দর দ্রুত রান তুললেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। দিল্লির বোলারদের আঁটসাঁট বোলিংয়ে ঘরের মাঠে ৭ রানে হারে হায়দরাবাদ। মার্করামের দলকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল দিল্লি।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে জয়ের জন্য ১৪৫ রান তাড়ায় শুরু থেকেই ধুঁকছিলেন হ্যারি ব্রুক। এক প্রান্তে আগারওয়াল দারুণ সব শটে রান তুললেও নিজেকে হারিয়ে খুঁজছিলেন ইংল্যান্ডের এই ব্যাটার। শেষ পর্যন্ত অ্যানরিখ নরকিয়ার লেংথে পরা লেগ কাটারে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। ডানহাতি এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ৭ রান।
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির
২ ঘন্টা আগে
এরপর ত্রিপাঠিকে সঙ্গে নিয়ে হায়দরাবাদকে টানছিলেন আগারওয়াল। তবে হাফ সেঞ্চুরির ঠিক আগে সাজঘরে ফিরতে হয় তাকে। অক্ষরের ঝুঁলিয়ে দেয়া ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে লং অনে থাকা আমান হাকিম খানের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ডানহাতি এই ব্যাটারকে। ৭ চারে ৩৯ বলে ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন আগারওয়াল।
তার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি ত্রিপাঠি। ইশান্ত শর্মার অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার ফিল সল্টের গ্লাভসে ক্যাচ দেন। ত্রিপাঠি এদিন আউট হয়েছেন ২১ বলে ১৫ রান করে। দ্রুতই আউট হয়েছেন অভিষেক ও মার্করাম। শেষ দিকে ক্লাসেনের ৩১ ও সুন্দরের ২৪ কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে দিল্লি। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩৪ করে রান এসেছে অক্ষর ও মানিষ পান্ডের ব্যাট থেকে। এ ছাড়া মিচেল মার্শ ২৫ এবং ওয়ার্নার ২১ রান করেছেন। হায়দরাবাদের হয়ে সুন্দর তিনটি ও ভুবনেশ্বর কুমার দুটি উইকেট নিয়েছেন।