বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপে বড় ঘাটতি আছে: ম্যাক্সওয়েল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গ্লেন ম্যাক্সওয়েল এবং ফাফ ডু প্লেসির ঝড়ে রবিবারের ম্যাচে রাজস্থান রয়্যালসকে সাত রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রান তোলে বেঙ্গালুরু। যদিও স্কোরবোর্ডে আরও বেশি রান তোলার অবস্থানে ছিল দলটি। প্রত্যাশা অনুযায়ী রান তুলতে না পারায় ম্যাচ শেষে আফসোস করেছেন ম্যাক্সওয়েল।
এ দিন ১২ রানের মধ্যেই দুই উইকেট হারায় বেঙ্গালুরু। তারপর ১২৭ রানের জুটি গড়েন ডু প্লেসি এবং ম্যাক্সওয়েল। অধিনায়ক ডু প্লেসি ৩৯ বলে ৬২ রান করেন। ৪৪ বলে ৭৭ রানের আরেকটি বিধ্বংসী ইনিংস খেলেন ম্যাক্সওয়েল।
১৫ ওভারের মধ্যে ম্যাক্সওয়েল যখন ফিরে যান, তখন বেঙ্গালুরুর সংগ্রহ ৪ উইকেটে ১৫৬ রান। বাকি পাঁচ ওভারে মাত্র ৩৩ রান তুলতে পেরেছে বেঙ্গালুরু। আর তাই ম্যাচ জিতলেও প্রত্যাশা আর প্রাপ্তি এক হয়নি ম্যাক্সওয়েলের। বেঙ্গালুরুর ফিনিশার না থাকার দিকেই ইঙ্গিত করেন তিনি।
ম্যাক্সওয়েল বলেন, 'আমার মনে হয় আমারই শেষ করে আসা উচিত ছিল। আমি শেষ পর্যন্ত থাকলে দলকে বড় সংগ্রহ এনে দিতে পারতাম। আমি মনে করি এই দলে এটাই আমার ভূমিকা। এই দলের ব্যাটিং লাইনআপে বড় ঘাটতি আছে, সেটা পূরণ করার জন্য আমাকেই দায়িত্ব নিতে হতো।'
আইপিএল শুরুর আগে প্রায় চার মাস ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন ম্যাক্সওয়েল। বন্ধুর জন্মদিনে গিয়ে পড়ে গিয়েই ইনজুরি বাঁধে তার। যদিও বর্তমান ফর্মের কারণে ড্রেসিং রুমে স্বাচ্ছন্দ্যে আছেন তিনি।
ম্যাক্সওয়েল আরও বলেন, 'হ্যাঁ, এটা এমন একটি পজিশন যেখানে ব্যাটিং করতে আমার ভালোই লাগে। অস্ট্রেলিয়ার হয়ে আমি এই কাজটি অনেক করেছি, যখন পাওয়ার প্লে'তে ওরা দুই উইকেট হারিয়ে ফেলেছে। এই মৌসুমে আমি দারুণ ফর্মে আছি, ড্রেসিং রুমে সবাই আমাকে ভরসা করছে।'
আরো পড়ুন
‘ম্যাক্সওয়েল-লিভিংস্টোন কেবল ছুটি কাটাতে আইপিএলে আসে’
২১ এপ্রিল ২৫
