আমার সেরাটা এখনও আসেনি: রাহানে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এমন হারের ব্যাখ্যা নেই রাহানের কাছে
১৬ এপ্রিল ২৫
টেস্ট ক্রিকেটার হিসেবেই বেশ পরিচিত আজিঙ্কা রাহানে। ঘণ্টার পর ঘণ্টার মাটি কামড়ে উইকেটে পড়ে থাকার ক্ষেত্রে বেশ সমাদৃত ডানহাতি এই ব্যাটার। যে কারণে রাহানেকে সেভাবে কখনই টি-টোয়েন্টি দলে বিবেচনা করা হয়নি। ভারতের হয়ে ২০ টি-টোয়েন্টি খেলা এই ব্যাটার আইপিএলেও ম্যাচ খেলার ক্ষেত্রে খানিকটা ব্রাত্য।
সবশেষ কবছরে বেশ কবার দল পেলেও সেভাবে ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এবারের আসরেও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম দুই ম্যাচে খেলা হয়নি তার। নিজেদের তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে যখন সুযোগ পেলেন তখন নিজের পুরোটা বিলিয়ে দিলেন।

৭ চার ও ৩ ছক্কায় মাত্র ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলেন রাহানে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩১, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩৭ আর সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ৯ রান করার পর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেছেন ২৯ বলে অপরাজিত ৭১ রান। যেখানে ৬ চারের সঙ্গে ৫টি ছক্কা।
রোহিত-সূর্যকুমারের ঝড়ের সামনে চেন্নাইয়ের আরো একটি হার
২০ এপ্রিল ২৫
সবমিলিয়ে ৫ ম্যাচে ৫২.২৫ গড়ে ২০৯ রান করেছেন রাহানে। যেখানে স্ট্রাইক রেট চোখ কপালে উঠার মতো। ১৯৯ স্ট্রাইক রেটে ব্যাটিং করা রাহানে মনে করেন এখনও তিনি তার সেরাটা খেলতে পারেননি। তবে নিজের খেলা ইনিংসগুলো উপভোগ করেছেন বলে জানান তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাহানে বলেন, ‘আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেছি। এবারের আইপিএলে এখন পর্যন্ত যে ইনিংসগুলো খেলেছি, সবকটি ইনিংসই উপভোগ করেছি। আমার বিশ্বাস যে আমার সেরাটা এখনও আসেনি।’
নিজের সাফল্যের মন্ত্র জানাতে গিয়ে রাহানে বলেন, ‘স্বচ্ছ মানসিকতা নিয়ে (এবারের আইপিএলে) এসেছি। আর কিছু নয়। আমি সবসময় বিশ্বাস করে এসেছি, মাথা যদি পরিষ্কার থাকে তাহলে যে কোনও কিছু করা যায়। আর মৌসুম শুরুর আগে প্রস্তুতিটা বেশ ভালো ছিল।’